সংস্কৃতি সংবাদ-‘শুদ্ধভাবে কথা বলাটা বড় গুণ’

‘নিজ ভাষায় সুন্দর করে শুদ্ধরূপে কথা বলাটা মানুষের একটি বড় গুণ। আবৃত্তিকাররাই পারে কবিকে সাধারণ মানুষের মধ্যে একটি বিশেষ স্থান করে দিতে।’ ১৬ মে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রমা আবৃত্তি সংগঠন পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩০তম ব্যাচের সমাবর্তন এবং ৩১তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে কথাগুলো বলেন,


প্রধান অতিথি নাট্য ব্যক্তিত্ব আলী যাকের। তিনি আরও বলেন, ‘প্রমিত বাংলা ভাষার চর্চা এই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। যাতে সকল অঞ্চলের মানুষ সহজভাবে ভাষাটি বুঝতে পারে।’ তিনি আশা করেন প্রমা আবৃত্তি সংগঠন অসংখ্য সুন্দর এবং রুচিবান তরুণের জন্ম দেবে।’
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলক রায়।
স্বাগত বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। অতিথির বক্তব্যে অধ্যাপক অলক রায় বলেন, ‘আকাশ সংস্কৃতির এই যুগে বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে শুদ্ধরূপে বাংলা উচ্চারণের চর্চা দরকার। বিশ্বে পঞ্চম স্থানে অধিষ্ঠিত বাংলা ভাষাকে বিশ্বের দরবারে উঁচু রাখতে হলে বাংলা সংস্কৃতির নিয়মিত চর্চা দরকার। প্রমা আবৃত্তি সংগঠন যে কাজটি করে যাচ্ছে এটি সত্যিই প্রশংসার দাবিদার।’
সভাপতির বক্তব্যে রাশেদ হাসান বলেন, ‘শুধু পাঁচ-১০টা কবিতা আবৃত্তি করতে পারলেই শিল্পী হয়ে ওঠা সম্ভব নয়। আমরা চাই এই শিল্পচর্চার মাধ্যমে তরুণেরা সত্যিকারের মানুষ হয়ে উঠুক।’
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ৩০তম ব্যাচের প্রশিক্ষণার্থী রাজিব কুমার রায়, এম ফাহাত, তাহমিনা আকতার, তামান্না ইসলাম, সোহরাব মহসিন, জোবাইদা ইয়াসমিন, ফারহানা হোসেন, ফারজানা আকতার, শবনম ফেরদৌসী, মানিক হোসেন, মো. ওয়াসিম, সঞ্জয় সরকার, আশরাফুল আলম, শিরিন আকতার, রহিম উল্লাহ উপল, পারভিন আকতার, জাহিদা সুলতানা, ইলোরা বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালন করেন তাজুল ইসলাম।

No comments

Powered by Blogger.