শিক্ষিকাকে হত্যার দায়ে বখাটের মৃত্যুদণ্ড

বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্কুলশিক্ষিকা শারমিন আক্তার হত্যা মামলায় একমাত্র আসামি বখাটে সিরাজুল ইসলাম ওরফে আবুল গোমস্তার মৃত্যুদণ্ড হয়েছে। গতকাল সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম সলিমউল্লাহ এই রায় দেন।


নিহত শারমিন আগৈলঝাড়ার পূর্ব সুজনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তাঁকে উত্ত্যক্ত করতেন একই উপজেলার গৈলাবাজার এলাকার বখাটে আবুল গোমস্তা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে আবুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন শারমিন। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ১২ অক্টোবর শারমিনকে আবুল এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় গৈলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। ওই দিনই জনতার সহায়তায় আবুলকে আটক করে পুলিশ। পরদিন শারমিনের বাবা আবুলকে আসামি করে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা করেন। গত ২৬ ডিসেম্বর আবুল গোমস্তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আলী আহম্মেদ।
সরকারি কৌঁসুলি (পিপি) গিয়াস উদ্দিন জানান, মামলায় সাতজন প্রত্যক্ষদর্শীসহ মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে গতকাল ওই রায় দেওয়া হয়।
রায় ঘোষণার পর নিহত শারমিনের বাবা মো. শাহজাহান সরদার বলেন, ‘এই রায়ে আমরা খুশি। এভাবে সব অপরাধীর বিচার হলে দেশ অপরাধমুক্ত হবে।’
শিক্ষিকা শারমিনের হত্যাকারী আবুলের ফাঁসির দাবিতে বরিশালে সর্বস্তরের মানুষ বিক্ষোভ-সমাবেশ করে। এতে এই হত্যাকাণ্ড সর্বমহলে আলোচিত হয়। পাশাপাশি মামলাটির বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

No comments

Powered by Blogger.