মানবতাবিরোধী অপরাধের বিচার-সাঈদীর মামলায় পোড়া টিন-কাঠ উপস্থাপন-কালক্ষেপণে ট্রাইব্যুনালের প্রশ্ন : জাতির কাছে কী সিগন্যাল যাবে?

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে কারাবন্দি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় আলামত হিসেবে একাত্তরের পোড়া টিন ও কাঠ উপস্থাপন করা হয়েছে ট্রাইব্যুনালে। স্বাধীনতাযুদ্ধের সময় পিরোজপুরের চিথলিয়া গ্রামে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের নির্যাতনের চিহ্ন হিসেবে আগুনে পোড়া ঘরের


ঢেউটিন, খুঁটি ও চৌকাঠের টুকরো গতকাল সোমবার আদালতে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা। তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ চলছে। আজ মঙ্গলবার তিনি আবার সাক্ষ্য দেবেন।
এদিন সাঈদীর বিরুদ্ধে মামলায় কিছু নথি উপস্থাপনে রাষ্ট্রপক্ষের কালক্ষেপণ এবং জামায়াতের আরেক নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় আসামিপক্ষ শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করায় অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর গোলাম আরিফকে উদ্দেশ করে ট্রাইব্যুনাল বলেন, 'এখন আমরা (বিচারকরা) এজলাস থেকে নেমে গেলে জাতির কাছে কী সিগন্যাল যাবে?'
আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি এক দিন পিছিয়ে মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল সাঈদী ও কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় অলাদাভাবে আদেশ দেন। ট্রাইব্যুনালের তিন সদস্যের মধ্যে বিচারক এ কে এম জহির আহমেদ অসুস্থ থাকায় গতকাল ট্রাইব্যুনালে বসেননি। বিচারপতি নিজামুল হক ও বিচারপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
আবেদনে খুশি হতে পারলাম না : সাঈদীর মামলায় তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের জবানবন্দি প্রদান এবং কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল গতকাল। দুই বিচারক এজলাসে বসার পর প্রসিকিউটর মোহাম্মদ আলী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাঈদীর মামলার কিছু নথি এখনো আদালতে পেঁৗছেনি। সংশ্লিষ্ট প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সেগুলো নিয়ে আসছেন। এ কারণে শুনানি শুরু করতে সময় প্রয়োজন। ওই সময় ট্রাইব্যুনাল প্রসিকিউটরের বক্তব্যে বিরক্তি প্রকাশ করে বলেন, 'এ আবেদনে আমরা খুশি হতে পারলাম না।'
এরপর কাদের মোল্লার আইনজীবী অ্যাডভোকেট ফরিদউদ্দিন খান দাঁড়িয়ে বলেন, 'আমাদের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক শুনানি করবেন। কিন্তু তিনি বিদেশে রয়েছেন। এ জন্য আজ (সোমবার) সময় দরকার।'
প্রসিকিউটর আসুক, রাজ্জাক সাহেব আসুক, আমরা ঘুমাই : ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে উদ্দেশ করে বলেন, 'মি. চিফ প্রসিকিউটর, আমরা তাহলে এখানে ঘুমিয়ে থাকি। আপনার প্রসিকিউটর আসুক, রাজ্জাক সাহেব আসুক, আমরা ঘুমাই।' তিনি বলেন, 'বারবার এভাবে মামলার কার্যক্রম মুলতবি করা হচ্ছে। দুপুর ২টার মধ্যে কোর্ট নেমে গেলে পাবলিককে কী সিগন্যাল দেওয়া হবে, বলুন?'
জবাবে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, 'অনিবার্য কারণবশত হায়দার সাহেবের আসতে দেরি হচ্ছে। তিনি আসছেন। তাই সময় চাইছি।'
প্রস্তুতি নিয়ে আসবেন : এ পর্যায়ে বিচারপতি নিজামুল হক বলেন, 'জিনিসপত্র এবং প্রস্তুতি নিয়ে আসবেন।' এরপর ট্রাইব্যুনাল সাঈদীর মামলার কার্যক্রম দুপুর পর্যন্ত মুলতবি করেন। দুপুর ২টার পর সৈয়দ হায়দার আলী ও তদন্ত কর্মকর্তা সাঈদীর বিরুদ্ধে মামলায় জব্দ করা পোড়া টিন, কাঠ নিয়ে হাজির হন। এরপর তদন্ত কর্মকর্তাকে জেরা করা শুরু হয়।
আলামত উপস্থাপন : তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, 'এ মামলায় (সাঈদীর বিরুদ্ধে মামলা) তদন্তকালে ২০১০ সালের ১৮ আগস্ট পিরোজপুরের চিথলিয়া গ্রামের আলমগীর পশারীর বাড়ি থেকে একাত্তরে পোড়া দুটি ঢেউটিন জব্দ করি। এ টিন ঝাঁঝরা হয়ে গেছে।' তিনি বলেন, 'একই দিন একই গ্রামের মানিক পশারীর বাড়ি থেকে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পোড়া দুটি ঢেউটিন, একটি ঘরের খুঁটি ও খাটের দুটি চৌকাঠ জব্দ করি।' ওই সময় তিনি টিন ও কাঠ ট্রাইব্যুনালে প্রদর্শন করে বলেন, এতে পোড়া চিহ্ন আছে।
ওই সময় সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, 'জব্দ তালিকায় চারটি টিনের কথা বলেছেন। কিন্তু আদালতে এনেছেন ছয় টুকরো। কেন?'
জবাবে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, এটা ৪০ বছর আগে পোড়া। তাই দুর্বল হয়ে গেছে। আদালতে আনার সময় ভেঙে ছয় টুকরো হয়েছে।
অ্যাডভোকেট মিজানুল ইসলাম আরো বলেন, 'আমরা আদালতে প্রমাণ করব, এ টিন একাত্তর সালের পোড়া টিন নয়। এটা ৪০ বছর আগের পোড়া নয়।' ওই সময় বেঞ্চে বসা আরেক প্রসিকিউটর আবদুর রহমান হাওলাদার আসামিপক্ষের আইনজীবীর বক্তব্যের প্রতিবাদ জানান। তবে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষ এটা বলতেই পারে। দোষের কিছু না। পারলে তারা প্রমাণ করবে।
এ ছাড়াও তদন্ত কর্মকর্তা তাঁর জবানবন্দিতে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন নিহত বিশাবালির বাড়ি, পাড়েরহাট বাজারের রিকশাস্ট্যান্ড, পাথরিয়া, চিথলিয়াসহ বেশ কিছু গ্রাম এবং এর আশপাশের বিভিন্ন স্থানের স্কেচ ম্যাপ উপস্থাপন করেন। তিনি বলেন, 'তদন্তকালে স্বাধীনতাযুদ্ধ নিয়ে বিভিন্ন রেডিও-টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের স্থির চিত্র সংগ্রহ করি।' তিনি বিভিন্ন টিভি অনুষ্ঠানের সিডি, ডিভিডি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।

No comments

Powered by Blogger.