দুষ্টচক্র রেল ধ্বংস করছেঃ ওবায়দুল

দুষ্টচক্র রেলকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ``রাতারাতি রেলের পরিবর্তন হবে না। সময় লাগবে। দুষ্টচক্র রেল ধ্বংস করছে।``

বুধবার বিকেলে কমলাপুর রেল স্টেশনে ঝটিকা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকরা তাকে প্রশ্ন ছুড়ে দেন, ``সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন দায়িত্ব নেওয়ার পর অনেক ভালো কথা বলেছিলেন, অনেক জায়গায় এমন ঝটিকা সফর করেছিলেন। কিন্তু তেমন কোনো কাজ হয়নি। আপনি কি রেলওয়েকে দুর্নীতিমুক্ত করতে পারবেন? ``

জবাবে রেলমন্ত্রী বলেন, ``অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। আমি অতীত থেকে শিক্ষা নিতে চাই।``

রেলের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ``এখানে কোথাও অনিয়ম চলছে, কোথাও অপকর্ম চলছে। রেলের অনেক লোক গরিব থেকে বড়লোক হয়েছে। কিন্তু রেল ক্রমাগত গরিব হয়ে পড়ছে।``

ওবায়দুল কাদের ঝটিকা পরিদর্শনে কমলাপুর রেল স্টেশনের পৌঁছেন বিকেল ৫টা ৫০ মিনিটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি সেখানে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং যাত্রীদের অভিযোগ শোনেন। স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের কাজকর্মে তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। স্টেশনের পার্সেল সহকারীকে অফিসে না পেয়ে সাসপেন্ড করেন এবং শোকজ করার নির্দেশ দেন।

No comments

Powered by Blogger.