সাক্ষাৎকার-অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে by আমেনা বেগম

প্রথম আলো: নগরে রাত ১২টার পর মাইক বাজানো কতটুকু গ্রহণযোগ্য? আমেনা বেগম: রাত ১২টার পর মাইক বাজানো পুরোপুরি নিষিদ্ধ। নগরে মাইক ব্যবহারের আগে পুলিশের অনুমতির প্রয়োজন হয়। যাঁরা আমাদের কাছে আসেন, তাঁদের রাত ১২টার পর মাইক বাজানো বন্ধ করার শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়।


এর পরও কেউ মধ্যরাতে মাইক ব্যবহার করলে সেটা হবে বেআইনি কর্মকাণ্ড।
প্রথম আলো: মাইক ব্যবহারের বিধি তো অনেকে মানছেন না। মানুষের ঘুমের ক্ষতি হচ্ছে।
আমেনা বেগম: আইন বা বিধি মেনে চলা নাগরিক কর্তব্য। যেকোনো বিধি মেনে চলার জন্য আমরা পরামর্শ দেব। আসলে উচ্চ স্বরে মাইক বাজানোর কারণে অনেকের শারীরিক ও মানসিক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পুলিশ নিয়ন্ত্রণকক্ষ ও থানায় অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেবে।
প্রথম আলো: আপনাদের কাছে কি ক্ষতিগ্রস্ত নাগরিকেরা অভিযোগ দেন?
আমেনা বেগম: হ্যাঁ, অনেক অভিযোগ পেয়ে থাকি। নগরের অভিজাত এলাকাগুলোতে এ ধরনের প্রবণতা বা অপরাধ বেশি হয়ে থাকে। এ ব্যাপারে নাগরিক সমাজের সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। তখন আমাদেরও আইনগত ব্যবস্থা নিতে সহজ হবে।

No comments

Powered by Blogger.