দরবারের টাকা লুট-সুশৃঙ্খল বাহিনীর মনোবল ক্ষুণ্ন করে এমন সংবাদ প্রকাশ না করার অনুরোধ র‌্যাবের

‘র‌্যাব কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা’ শিরোনামে গতকাল বুধবার প্রথম আলোতে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বক্তব্য দিয়েছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের স্বাক্ষরিত বক্তব্যটি গতকাল সন্ধ্যায় ফ্যাক্সে পাঠানো হয়।

বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো:
‘প্রকাশিত সংবাদে আনোয়ারের তালসরা দরবার শরীফ মাজারের টাকা আত্মসাৎসংক্রান্ত যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তাকে সংশ্লিষ্ট করে ১৩ মার্চ অভিযোগকারীর পক্ষ হতে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে যথাযথ আইনি প্রক্রিয়ায় চলমান রয়েছে। উল্লেখ্য, যেকোনো বিচ্ছিন্ন ঘটনায় র‌্যাবের কোনো সদস্যের কোনোরূপ ব্যত্যয় প্রমাণিত হলে র‌্যাব সর্বদাই এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ প্রদর্শন করে। তবে এ ধরনের সংবাদ প্রকাশিত হলে তা সার্বিকভাবে একটি সুশৃঙ্খল বাহিনীর মনোবলকে ক্ষুণ্ন করতে পারে। এমতাবস্থায় একটি সুশৃঙ্খল বাহিনীর মনোবল ও ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়টি বিবেচনা করে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’ বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.