জিমেইল হটমেইলে নতুন আয়োজন

তুন সেবা ও আকর্ষণীয় চেহারায় হাজির হচ্ছে জনপ্রিয় মেইল সেবা জিমেইল ও হটমেইল। প্রযুক্তি জায়ান্ট গুগল ও মাইক্রোসফট সম্প্রতি এ ঘোষণা দিয়েছে। গুগলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এ কথা জানানো হয়েছে। জিমেইলের বিশেষজ্ঞ ডিজাইনার জেসন কর্নওয়েল এই ভিডিওটি উন্মুক্ত করেছেন। জিমেইলের মুখপাত্র এন্ড্রেরা ফ্রান্ড জানান, নতুন ডিজাইনে ব্যবহারকারী উইন্ডো সাইজ পরিবর্তন, লেবেল সাইজ ও চ্যাট বক্স ইচ্ছেমতো গুছিয়ে নিতে পারবেন।


থিমে যুক্ত হয়েছে হাই-ডেফিনেশন [এইচডি] ছবি। জিমেইলের কিছু নতুন সেবা পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। এরমধ্যে গত জুনে 'প্রিভিউ' নামে নতুন একটি ফিচার চালু করে জিমেইল। জিমেইলের মতোই মাইক্রোসফটের হটমেইলেও আসছে পরিবর্তন। এই সেবাকে ব্যবহারবান্ধব করতে 'এ ওয়ার অব গ্রেমেইল' নামে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অনেকটা জিমেইলের লেভেলের মতো বিভিন্ন ক্যাটাগরিতে মেইল সাজানো ও আধুনিক ফোল্ডার ম্যানেজমেন্ট পদ্ধতি চালু করা হচ্ছে। এছাড়া থাকছে ফিল্টার অপশন। জিমেইলের প্রায়োরিটি সেবার মতোই আরেকটি ফিচার যুক্ত হচ্ছে হটমেইলে। এছাড়া কোনো মেইলের ওপর মাউসের কার্সর নিলেই ভেসে উঠবে 'অপশন' ফাংশন। মাইক্রোসফট আশা করছে নতুন সেকবার মাধ্যমে হটমেইলের ব্যবহারকারী বৃদ্ধি পাবে। হ তুহিন মাহমুদ

No comments

Powered by Blogger.