ইসরায়েলের সাবেক প্রেসিডেন্টের আপিল খারিজ

ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোসে কাতসাভের বিরুদ্ধে সাত বছরের কারদণ্ড বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত মার্চে দেশটির নিম্ন আদালত ধর্ষণের দায়ে কাতসাভকে সাত বছর কারাদণ্ড দেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন কাতসাভ।
ইসরায়েলের সামরিক বাহিনীর রেডিওতে এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট কাতসাভের আপিল গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের তিনজন বিচারক সর্বসম্মতিক্রমে কাতসাভের বিরুদ্ধে নিম্ন আদালতের রায় বহাল রাখেন।
দুই নারীকে ধর্ষণ, অধস্তন নারীকর্মীদের যৌন হয়রানি ও বিচারকের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৬৫ বছর বয়সী কাতসাভকে গত বছরের ডিসেম্বরে দোষী সাব্যস্ত করা হয়। ১৮ মাসের বিচার শেষে তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। কয়েক দিনের মধ্যে তাঁর সাজার মেয়াদ শুরু হবে।

No comments

Powered by Blogger.