ব্রাজিলের টিকিট পেল না উত্তর কোরিয়া

তাসখন্দের পাখতাকোর মার্কাজি স্টেডিয়ামে উল্লাসের ঢেউ। ৪৯ মিনিটে উত্তর কোরিয়ার জালে তিমুর কাপাডজের গোলের পর সে ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো উজবেকিস্তান জুড়ে; কিন্তু ওই সময় পিয়ং ইয়ংয়ের কী অবস্থা? হতাশায় মুষড়ে পড়া এক নগরী যেন! ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যারা দোর্দণ্ড প্রতাপে খেলেছিল, তাদের ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে যাওয়ার আগেই বিদায়। বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া অঞ্চলের তৃতীয় রাউন্ডে শুক্রবার রাতে উজবেকিস্তানের তাসখন্দে স্বাগতিকদের কাছে তিমুরের একমাত্র গোলে হেরেছে উত্তর কোরিয়া।


এ হারের মধ্য দিয়ে গত বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের মধ্যে প্রথম দল হিসেবে বাছাইপর্ব থেকেই বিদায় নিল 'নিষিদ্ধ' দেশটি।
শুক্রবার রাতে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মঞ্চস্থ হয়েছে একের পর এক নাটক। সবচেয়ে বড় নাটকটির জন্ম দিয়েছে ওমান। 'ডি' গ্রুপে তাদের খেলা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওমানের রাজধানী মাসকাটের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় এশিয়ান জায়ান্ট অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। খেলার ১৮ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন আমাদ আল হোসনি। নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে ওমানের জন্য জয় অবশ্যম্ভাবী ছিল। নাটক এখানেই থেমে থাকেনি। কাতারের রাজধানী দোহায় গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে এশিয়ার আরেক জায়ান্ট চীনকে ১-০ গোলে হারিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক। গোলশূন্য ড্র হওয়ার দিকে যখন এগিয়ে যাচ্ছিল খেলাটি, তখন ইনজুরি সময়ে ইরাক অধিনায়ক ইউনিস মাহমুদ বল জড়িয়ে দেন চীনের জালে। এ হারের কারণে উত্তর কোরিয়ার মতো চীনও প্রায় বিদায়ের দ্বারপ্রান্তে। আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় ঘোষণা করা না গেলেও ক্লিনিক্যালি ডেড অ্যাখ্যা দিয়ে ফেলেছে অনেকে। এশিয়া অঞ্চলে যখন সবগুলো দেশ নিজ নিজ মাটিতে খেলার সুযোগ পাচ্ছে, তখন ইরাক পরবাসী। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোনো ভেন্যু অনুমোদন করেনি ফিফা। এ কারণে কাতারকে হোম ভেন্যু বানিয়ে খেলতে হয়েছে তাদের। সেখানেই তারা হারিয়েছে চীনের মতো জায়ান্টকে। এ জয়ের ফলে 'এ' গ্রুপ থেকে জর্দানের সঙ্গে ইরাকও উঠে এসেছে শেষ রাউন্ডে। জর্দান ২-০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। এই গ্রুপ থেকে সিঙ্গাপুরের বিদায় নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ 'সি' থেকে শেষ পর্ব নিশ্চিত করেছেন জাপান ও উজবেকিস্তান। এশিয়ান কাপ চ্যাম্পিয়ন জাপান ৪-০ গোলে হারিয়েছে তাজিকিস্তানকে। দুসানবে সেন্ট্রাল স্টেডিয়ামে শুরুতে খুব ধীরে ধীরে খেলতে থাকে জাপান। পরে নিজেদের মেলে ধরে তারা। স্টুর্টগার্টের স্ট্রাইকার শিনজি ওকাজাকি করেন জোড়া গোল। শুধু 'এ' এবং 'সি' গ্রুপ থেকে চারটি দল শেষ পর্ব নিশ্চিত করেছে। তবে অন্য গ্রুপের খেলাগুলোতেও ছড়িয়েছে উত্তেজনা। আরেক এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়াকে কোনো বিপদে পড়তে হয়নি। 'বি' গ্রুপের খেলায় দুবাইয়ের আল রশিদ স্টেডিয়ামে আরব আমিরাতকে তারা হারিয়েছে ২-০ গোলে। একই গ্রুপের অন্য ম্যাচে শক্তিশালী কুয়েতকে ১-০ গোলে হারিয়ে চমকের জন্ম দিয়েছে লেবানন। 'ডি' গ্রুপে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রেখেছে সৌদি আরব। ৫৯ মিনিটে নাইফ হেজাজি, ৮০ মিনিটে আহমেদ আল ফরিদি এবং ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মোহাম্মেদ নুর। 'ই' গ্রুপে আরেক শক্তিশালী দেশ ইরান ১-১ গোলে ড্র করেছে বাহরাইনের সঙ্গে। একই গ্রুপে ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারিয়েছে কাতার।

No comments

Powered by Blogger.