মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ৮

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ব্লাকে মোরাসহ আটজন নিহত হয়েছেন।রাজধানীমেক্সিকো সিটির দক্ষিণে পার্বত্য এলাকায় গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। শক্তিশালী মাদকচক্রের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মোরা।দুর্ঘটনার পর সরকারের মুখপাত্র আলেজান্দ্রা সোতা টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, 'দুর্ভাগ্যবশত স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর সব সফরসঙ্গী ও হেলিকপ্টারের ক্রুদের মৃত অবস্থায় পাওয়া গেছে।


' দুর্ঘটনায় অন্যদের মধ্যে উপস্বরাষ্ট্রমন্ত্রী ফিলিপ জামোরা কাস্ত্রো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান গণযোগাযোগ কর্মকর্তা হোসে আলফ্রেদো গার্সিয়া ম্যাদিনা ছাড়াও কয়েকজন সরকারি কর্মকর্তা ও বিমানবাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানান সোতা। প্রেসিডেন্ট ফিলিপ কালদেরন জানিয়েছেন, সম্ভবত বিরূপ আবহাওয়ার জন্যই দুর্ঘটনা ঘটেছে।
সরকারি কর্মকর্তারা জানান, মোরা তাঁর সহকর্মীদের নিয়ে রাজধানী থেকে পার্শ্ববর্তী মোরেলস রাজ্যের কুয়েরনাভাকা শহরে যাচ্ছিলেন। সেখানে আইন কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা ছিল। হঠাৎ নির্ধারিত পথ থেকে হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে যায়। ওই সময় আকাশে ভারী মেঘ ছিল। পরে জানা যায়, সেটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। এরপর উদ্ধার অভিযান শুরু হয়। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওচিত্রে দেখা গেছে, পাহাড়ের পাদদেশে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে আছে।
৪৫ বছর বয়সী মোরা গত বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। প্রেসিডেন্ট কালদেরনের আমলে মোরাসহ মেঙ্েিকার দুজন স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো। তিন বছর আগে মেক্সিকো সিটিতেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান ক্যামিলো মরিনো বিমান দুর্ঘটনায় মারা যান।
দুর্ঘটনার খবরে প্রেসিডেন্ট কালদেরন যুক্তরাষ্ট্রের হোওয়াই অঙ্গরাজ্যে তাঁর নির্ধারিত সফর বাতিল করেছেন। সেখানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, সম্ভবত বিরূপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত হবে।
মোরার মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গভীর সমবেদনা জানিয়েছেন বলে মার্কিন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.