লিবিয়ায় ন্যাটোর অভিযান শেষ হবে ৩১ অক্টোবর

লিবিয়ায় সাত মাস ধরে চলা অভিযানে এই মাসের শেষ নাগাদ সমাপ্তি টানবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ন্যাটোর প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন গত শুক্রবার এ ঘোষণা দেন।
শুক্রবার রাতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর সপ্তরে এক সংবাদ সম্মেলনে রাসমুসেন বলেন, পশ্চিমা জোট ৩১ অক্টোবর লিবিয়ায় ‘অপারেশন ইউনিফায়েড প্রোটেক্টর’ বন্ধ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে জাতিসংঘ ও লিবিয়ার অন্তর্বর্তীকালীন কাউন্সিলের (এনটিসি) নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন তিনি।
ন্যাটোর অভিযান সম্পর্কে রাসমুসেন বলেন, ‘আমরা লিবিয়ায় নজিরবিহীন দ্রুততার সঙ্গে জটিল অভিযান সম্পন্ন করেছি। এই অভিযান পরিচালনা করা হয়েছে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে। এই অভিযানের সাফল্যের ব্যাপারে আমি অত্যন্ত গর্ববোধ করছি।’ গাদ্দাফিকে হত্যার বিষয়ে রাসমুসেন সংবাদ সম্মেলনে কোনো নিন্দা জানাননি।
লিবিয়ার বেসামরিক নাগরিকদের গাদ্দাফি বাহিনীর হামলার হাত থেকে রক্ষা করতে জাতিসংঘের অনুমোদন নিয়ে মার্চের শেষ নাগাদ লিবিয়ায় গাদ্দাফির সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে পশ্চিমা শক্তিগুলো। এর কিছুদিন পরই ওই অভিযানের নেতৃত্ব নেয় ন্যাটো।

No comments

Powered by Blogger.