উত্তর কোরিয়ার ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনাকে চীনের স্বাগত

ছেলের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের পরিকল্পনাকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছে চীন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী মেং জিয়ানঝু বলেছেন, ‘জং-উনের হাতে ক্ষমতা হস্তান্তরের এ পরিকল্পনাকে স্বাগত জানাই। কারণ, এর মধ্য দিয়ে দেশটির উত্তরাধিকারবিষয়ক সমস্যার সফল সমাধান হতে যাচ্ছে।’
উত্তর কোরিয়ার নেতা জং-ইল আজ বুধবার ৬৯তম জন্মদিন উদ্যাপন করবেন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জংকে উপহারসামগ্রী পাঠিয়েছেন চীনের মন্ত্রী। সেই সঙ্গে কিম জং-উনের জন্যও উপহার পাঠান তিনি।
কিম জং-উনকে গত বছর চার তারকার জেনারেলের পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান করা হয়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বাবার পাশে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে ঘন ঘন দেখা যায়। এতে ধারণা করা হচ্ছিল, এসব উদ্যোগ স্পষ্টতই কিম জং-ইলের রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে তাঁকে গড়ে তোলার মহড়ার অংশবিশেষ।

No comments

Powered by Blogger.