রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা মিসরের মুসলিম ব্রাদারহুডের

মিসরের মুসলিম ব্রাদারহুড জানিয়েছে, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তারা রাজনৈতিক দল গঠনের কাজ শুরু করবে।
সংগঠনের ওয়েবসাইটে বলা হয়েছে, রাজনৈতিক দল গঠনের আকাঙ্ক্ষা তাদের দীর্ঘদিনের। কিন্তু প্রেসিডেন্ট হোসনি মোবারকের আমলে নিষেধাজ্ঞার কারণে তারা তা করতে পারেনি।
গত সোমবার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা স্বীকৃত হওয়ার পর মুসলিম ব্রাদারহুডও একটি দল গঠন করবে।
গত শতকের বিশের দশকে গঠিত হয় মুসলিম ব্রাদারহুড। মিসরের রক্ষণশীল মুসলিমদের কাছে দলটির বেশ জনপ্রিয়তা আছে। মোবারক তাদের নিষিদ্ধ করে রেখেছিলেন। তবে নিজের ক্ষমতার জন্য হুমকি না হওয়া পর্যন্ত মোবারক তাদের বিরুদ্ধে তেমন খড়্গহস্ত হননি।
মুসলিম ব্রাদারহুড গত শনিবার জানিয়েছে, প্রেসিডেন্ট পদ বা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা তারা করবে না।
মিসরের সামরিক কাউন্সিল এর আগের দিন শুক্রবার জানায়, বেসামরিক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে।

No comments

Powered by Blogger.