ডোপ পরীক্ষার মুখোমুখি শোয়েব ও কামরান

অন্যান্য খেলার মতোই ক্রিকেটেও ডোপ পরীক্ষা এখন স্বাভাবিক এক প্রক্রিয়া। দ্বৈবচয়ন ভিত্তিতে অনেক ক্রিকেটারকেই এ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। ২০০৩ সালের বিশ্বকাপে এমনই এক পরীক্ষায় ‘ডোপ-পাপী’ প্রমাণিত হয়েছিলেন কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার শেন ওয়ার্ন। বিশ্বকাপ থেকেও তাঁকে হতে হয়েছিল বহিষ্কৃত। এবার বিশ্বকাপ শুরুর আগে আইসিসির মাদকবিরোধী ইউনিটের সামনে হাজির হলেন পাকিস্তানি গতি তারকা শোয়েব আকতার ও উইকেট রক্ষক কামরান আকমল।
গতকাল বুধবার মিরপুরে পাকিস্তান ক্রিকেট দলের প্র্যাকটিস সেশন শেষে শোয়েব ও কামরানকে ডোপ পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
এদিকে, আইসিসির মাদকবিরোধী ইউনিটের এক কর্মকর্তা এ ব্যাপারে জানান, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই দুই পাকিস্তানি ক্রিকেটারের ডোপ পরীক্ষা হচ্ছে। অন্যান্য দেশের ক্রিকেটারদেরও ডোপ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
২০০৬ সালে শোয়েব আকতার এমনই এক ডোপ পরীক্ষায় ‘ন্যানড্রোলন’ নামের এক নিষিদ্ধ মাদক গ্রহণের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।
চোট ও ফর্মহীনতার কারণে ২০০৭ সাল থেকে পাকিস্তান টেস্ট দলের বাইরে রয়েছেন। সম্প্রতি পাকিস্তানের নিউজিল্যান্ড সফরে তিনি ওয়ানডে দলে সুযোগ পেলেও খুব একটা ভালো করতে পারেননি। ১৬০টি একদিনের ম্যাচ খেলে ২৪ দশমিক ৭৮ গড়ে ২৪৪ উইকেট পাওয়া শোয়েব এবারের বিশ্বকাপে পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন নিজের অভিজ্ঞতা বলেই। বিশ্বকাপ দলে থাকলেও তিনি এখনো পরিপূর্ণ ফিটনেস ফিরে পাননি বলেই জানিয়েছেন কোচ ওয়াকার ইউনুস। সে কারণে গত মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি-ম্যাচে তিনি খেলেননি। কাল শুক্রবার ফতুল্লায় ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি-ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.