চীনের মুদ্রাস্ফীতি ৪.৯ শতাংশ

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে বছরের প্রথম মাসেই মুদ্রাস্ফীতি বেশ কিছুটা বেড়ে গেছে। জানুয়ারিতে দেশটির মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে চার দশমিক নয় শতাংশে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে বিবিসি অনলাইনে আজ মঙ্গলবার এই তথ্য প্রকাশিত হয়েছে।
অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে অবশ্য এই মুদ্রাস্ফীতির পরিমাণ কমই। গত ডিসেম্বরে চীনে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল চার দশমিক ছয় শতাংশ। ২০১০ সালের নভেম্বর মাসে চীনে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়ায় পাঁচ দশমিক এক শতাংশ।
এদিকে, চীনে মুদ্রাস্ফীতি খাদ্যদ্রব্যের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এ কারণে, এটি দরিদ্র জনগোষ্ঠীর জন্য এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ মুহূর্তে দরিদ্র জনগণ নিজেদের আয়ের প্রায় অর্ধেক অর্থ ব্যয় করছে খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য।

No comments

Powered by Blogger.