এবার ভারতের ‘কিউই’ বধ

তিন দিন আগে শিকার অস্ট্রেলিয়া। আজ ভারতীয় দলের ‘বধের’ তালিকায় যোগ হলো নিউজিল্যান্ড। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ‘ঝড়ো’ সেঞ্চুরি আর স্পিনারদের দাপটে বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে কিউইদের বিপক্ষে ভারতের জয়টা এসেছে ১১৭ রানে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় আসলেও ভারতীয়দের আক্ষেপ ছিল ব্যাটসম্যানদের প্রস্তুতি নিয়ে। চেন্নাইয়ে আজ সেই আক্ষেপ ভুলিয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। ধোনির ৬৪ বলে অপরাজিত ১০৮, গৌতম গম্ভীরের ৮৯, বিরাট কোহলির ৫৯ ও সুরেশ রায়নার ২৬ বলে ৫০ রানের উপর ভর করে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৬০ রান।
লক্ষ্য অনেকটাই অসম্ভব, ৩৬১! দুই উদ্বোধনী ব্যাটসম্যান গাপটিল (৩৮) ও ম্যাককালামের (৫৮) ব্যাটে কিছুটা স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড। কিন্তু ভারতীয় স্পিনারদের কবলে পড়ে কিউইদের ইনিংস গুটিয়ে যায় ২৪৩ রানে, ৪৩.১ ওভারে। ভারতের হয়ে আশিস নেহরা, যুবরাজ সিং, হরভজন সিং ও পীযূষ চাওলা প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

No comments

Powered by Blogger.