ইডেনের জন্য কপিলের দুঃখ

ইডেন গার্ডেন ভারতের একটা বিশ্বকাপ ম্যাচও পায়নি, এটা নিয়ে কলকাতাবাসীর দুঃখের শেষ নেই। শুধু কলকাতা নয়, সারা বিশ্বের ক্রিকেট-সমাজই কমবেশি দুঃখিত। ইডেন তো আর এমনি এমনিই ক্রিকেটের ‘নন্দনকানন’ হয়ে ওঠেনি! ক্রিকেট সমঝদার লাখো দর্শকের আবেগ-উচ্ছ্বাসে ভেসে এখানে খেলার আনন্দই আলাদা। ভারতের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের ইডেনের জন্য খুব খারাপ লাগছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করতে পারেনি বলে এই মাঠের মালিক ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাঁর চোখে দায় এড়াতে পারে না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) পার পায়নি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের হাত থেকে, ‘সময়মতো সিএবি সংস্কারকাজ করতে পারবে কি না বিসিসিআইয়েরও তো এটা দেখা উচিত ছিল।’ ‘ব্যক্তিগত’ রাগ-ক্ষোভ এখানে আসা একেবারেই ঠিক হয়নি জানিয়ে কপিল বলেছেন, ‘কেন জগমোহন ডালমিয়া বা পশ্চিমবঙ্গের মানুষকে ইডেনে ভারতের বিশ্বকাপ ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে হবে? কলকাতার মানুষের জন্য আমার খারাপ লাগছে।’ একটা টক শোতে কপিলের সঙ্গে ছিলেন আরও তিন বিশ্বকাপ অধিনায়ক—ভিভ রিচার্ডস, স্টিভ ওয়াহ ও ‘কলকাতার রাজপুত্র’ সৌরভ গাঙ্গুলী। সেখানে স্টিভ ওয়াহও কথা বলতে গিয়ে ডুবে যান ইডেনে অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতির মধ্যে।

No comments

Powered by Blogger.