প্রথম রাজকীয় সফরে কানাডা যাবেন উইলিয়াম ও কেট

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন বিয়ের পর প্রথম রাজকীয় সফরে কানাডা যাবেন। জুন মাসের শেষ দিকে তাঁদের এই সফর শুরু হচ্ছে বলে জানা গেছে। আগামী ২৯ এপ্রিল উইলিয়াম ও মিডলটন বিয়ের পিঁড়িতে বসছেন।
প্রিন্স উইলিয়ামের কার্যালয় থেকে গত বুধবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন কানাডা সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাঁরা আগামী ৩০ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত কানাডা সফর করতে পারেন। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেন, এই সফর নিয়ে তিনি উচ্ছ্বসিত। এটি কানাডার সঙ্গে ব্রিটেনের রাজ পরিবারের অসাধারণ সম্পর্কের উদাহরণ।
জানা গেছে, কানাডা সফরে উইলিয়াম ও কেট রাজধানী অটোয়া, আলবার্টা, প্রিন্স এডওয়ার্ড দ্বীপ, কুইবেকসহ কয়েকটি স্থানে যাবেন। এর আগে ১৯৯৮ সালে ১৫ বছর বয়সে বাবা প্রিন্স চার্লস ও ভাই প্রিন্স হ্যারির সঙ্গে কানাডা সফর করেন প্রিন্স উইলিয়াম।
উইলিয়ামের কার্যালয়ের একজন মুখপাত্র জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার পর উইলিয়াম প্রথমবারের মতো কানাডা যাচ্ছেন। স্ত্রীকে নিয়ে তিনি এমন এক দেশে যাচ্ছেন যে দেশটির সঙ্গে তাঁর পরিবারের আত্মার সম্পর্ক।

No comments

Powered by Blogger.