শেভরনকে ৮৬০ কোটি ডলার জরিমানা

ইকুয়েডরের একটি আদালত দেশটির আমাজন অঞ্চলের একটি বিরাট অংশে দূষণ ঘটানোর দায়ে মার্কিন তেল কোম্পানি শেভরনকে ৮৬০ কোটি ডলারের বেশি (৫৩০ কোটি পাউন্ড) জরিমানা করেছেন।
মার্কিন তেল কোম্পানি টেক্সাকোকে আমাজন নদী ও কয়লা খনি এলাকায় কোটি কোটি গ্যালন বিষাক্ত পদার্থ স্তূপ করে রাখার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ২০০১ সালে টেক্সাকো কিনে নেয় শেভরন। জরিমানার নিন্দা করে শেভরন বলেছে, তারা উচ্চতর আদালতের শরণাপন্ন হবে।
অভিযান পরিচালনাকারীরা বলেছেন, দূষণের কারণে বিপুল পরিমাণ শস্য নষ্ট হয়ে গেছে এবং অনেক পশু মারা গেছে। এ ছাড়া স্থানীয় লোকজনের মাঝে ক্যানসারে আক্রান্ত হওয়ার হার বেড়েছে।
আদালতের রায়ে আরও বলা হয়েছে, ওই পরিমাণ জরিমানা ছাড়াও শেভরনকে ক্ষতিপূরণ বাবদ আরও ১০ শতাংশ অর্থ দিতে হবে। এতে কোম্পানিটির মোট জরিমানার পরিমাণ দাঁড়াবে ৯৫০ কোটি ডলার।
বাদীপক্ষের আইনজীবী পাবলো ফাজার্দো আদালতের রায়কে শেভরনের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় বলে উল্লেখ করেছেন। ইকুয়েডরের ৩০ হাজার মানুষের পক্ষ থেকে শেভরনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

No comments

Powered by Blogger.