শাহজালালে ৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৫ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। মালয়েশিয়া ফেরত এই যাত্রীর তাঁর নাম আবদুর রাজ্জাক। পেশায় ব্যবসায়ী। তার সাথে থাকা হাতব্যাগ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। কাষ্টমস কর্তৃপক্ষ জানান,আটক করা সোনার মধ্যে এক কেজি ওজনের পাঁচটি বার ও ১০০ গ্রাম ওজনের ৪টি বার। আটক সোনার দাম আনুমানিক ২ কোটি ৭০ লাখ টাকা। ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের প্রধান ঢাকা কাস্টম হাইজের সহকারী কমিশনার আহসানুল কবীর জানান, রাত ১২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজ্জাক কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে তারা পাঁচ কেজি চার শ গ্রাম সোনা পান। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.