ভারত-পাকিস্তানের চেয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ

বৈশ্বিক শান্তি সূচকে গতবারের চেয়ে এক ধাপ পেছালেও ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় এ অবস্থান তৃতীয়। সিডনিভিত্তিক থিংক ট্যাঙ্ক ইন্সটিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস বা আইইপি প্রকাশিত গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০১৭-এ এসব তথ্য উঠে এসেছে। সূচকে ২০০৮ সালের পর বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে জায়গা করে নিয়েছে আইসল্যান্ড। এরপরই রয়েছে নিউজিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া ও ডেনমার্ক। তালিকার একেবারে নিচে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও আফগানিস্তান। আর দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান (১৩তম)। জিপিআই অনুযায়ী, ১৬৩টি দেশের মধ্যে ২ দশমিক ০৩৫ স্কোর নিয়ে ৮৪তম স্থানে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ৮০তম, ভারত ১৩৭তম, পাকিস্তান ১৫২তম ও আফগানিস্তান ১৬২তম অবস্থানে রয়েছে।
গতবার বাংলাদেশের অবস্থান ছিল ৮৩-তে। তিন ভাগে বিভক্ত ২৩টি নির্দেশক (ইনডিকেটর) বিবেচনায় নিয়ে শান্তি পরিমাপ করেছে আইইপি। এ নির্দেশগুলোর মধ্যে রয়েছে- সামাজিক নিশ্চয়তা, নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের মাত্রা ও সামরিকীকরণ। প্রতিবেদন প্রকাশকারী সংস্থাটি আরও জানায়, ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হয়। এরপর এবারই প্রথম শান্তিতে কিছুটা অগ্রগতি হয়েছে বিশ্বের। এ বছর ভালোর দিকে উঠে এসেছে ৯৩টি দেশ। ৬৮টি দেশের অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। সেদিক থেকে ০ দশমিক ২৮ শতাংশ শান্তি বেড়েছে। এছাড়া ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে বিশ্বজুড়ে অশান্তি বাড়তে থাকে। সে বছর থেকে ৮০টি দেশের অগ্রগতি হলেও ৮৩টি দেশে অশান্তি বেড়েছে। সে হিসাবে বিশ্বজুড়ে আট বছরে ২ দশমিক ১৪ শতাংশ শান্তি কমেছে। এ সময়ের মধ্যে সন্ত্রাসবাদ সূচকেও বিশ্বের অবস্থা খারাপের দিকে গেছে। ২০০৮ সালের তুলনায় ২০১৭ সালে ৬০ শতাংশ সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স ও তুরস্কসহ ২৩ দেশে এ সময় অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি মানুষ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান। আর ২০১৬ সালে সন্ত্রাসের কারণে বিশ্বে ১৪ লাখ ৩০ হাজার কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়।

No comments

Powered by Blogger.