খাগড়াছড়িতে পাহাড় ধসে ৩ শিশুর মৃত্যু

টানা বর্ষণে খাগড়াছড়ির দুই উপজেলায় পাহাড় ধসের ঘটনায় দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার ভোর ৫টার দিকে রামগড় উপজেলার পাতাছড়া ইউপির বুদুংছড়ায় ও সকাল ৭টার দিকে লক্ষ্মীছড়ির জতিন্দ্র কারবারী পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- একই এলাকার মো. মোস্তফার দুই ছেলে মো. নুরনবী (১৪) ও মো. হোসেন (৯) ও জতিন্দ্র কারবারী পাড়ার লিটন চাকমার (৭)। লক্ষ্মীছড়ি থানার ওসি আরিফ জানান, লক্ষ্মীছড়ির জতিন্দ্র কারবারী পাড়ায় পাহাড় ধসে লিটন চাকমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রামগড় উপজেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান মো. করিম শাহ জানান, খবর পেয়ে তাদের দলের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়টি ধসে পড়ে বলে জানান তিনি। রামগড় থানার ওসি শরিফুল ইসলাম জানান, পাহাড় ধসে মাটিতে চাপা পড়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.