নিউইয়র্কে হেট ক্রাইমের শিকার বাংলাদেশী ইমাম

নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার হয়েছেন বাংলাদেশী ইমাম কামাল উদ্দিন। বাঙালিপ্রধান এলাকা ব্রঙ্কসের ক্যাসেলহিলের ইউনিয়ন পোর্ট রোডে একাটি মোবাইল দোকানের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। গত বৃহস্পতিবার ইফতারপরবর্তী সময়ে হিস্পানিক বংশোদ্ভূত একাধিক যুবক মোবাইল দোকান থেকে ইমাম কামাল উদ্দিনকে জোরপূর্বক টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। এ সময়ে তাদের উপর্যুপরি আঘাতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় কামাল উদ্দিনকে ব্রঙ্কসের জ্যাকবি হাসপাতালে ভর্তি করা হয়। ব্রঙ্কসের বাংলাবাজারের কর্নার ঘেঁষে ইউনিয়ন পোর্ট রোডের ওপরে গড়ে উঠেছে দেশীয় মালিকানার একটি মোবাইল ও উপহার সমাগ্রীর দোকান। সিসিটিভিতে ধারণকৃত ফুটেজে দেখা যায়, সাদা টি-শার্ট পরিহিত দু’জন যুবক বাংলাদেশী ইমাম কামাল উদ্দিনকে জোরপূর্বক দোকানের বাইরে নিয়ে যায়।
তাদের সাথে ছিল আরো কয়েকজন সহযোগী। হামলাকারীদের হাত থেকে ছুটে ফের মোবাইল দোকানে প্রবেশ করেন কামাল উদ্দিন। সেখানেও তার ওপর চড়াও হয় উচ্ছৃঙ্খল ওই যুবকেরা। খবর পেয়ে পুলিশ এসে দু’জনকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোন সংক্রান্ত বাগবিতণ্ডার মধ্যেই সেখানে উপস্থিত দাঁড়ি-টুপি পরা ইমামের ওপর হামলা চালানো হয়। এ বিষয়ে কমিউনিটিতে রয়েছে মিশ্র-প্রতিক্রিয়া। যদিও ১৬ জুন শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় কামাল উদ্দিনকে। বাংলাবাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে অতর্কিত হমলার কথা তুলে ধরেন তিনি। এর আগেও ব্রঙ্কসে একাধিক হামলার শিকার হন বেশ কয়েকজন বাংলাদেশী।

No comments

Powered by Blogger.