ভালো পারফরমেন্সের 'মন্ত্র' জানালেন বিরাট

আর মাত্র কয়েক ঘণ্টা পরই ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে বুঁদ হবে পুরো ক্রিকেট-বিশ্ব। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ক্রিকেটের চিরায়ত দুই প্রতিদ্বন্দ্বি মুখোমুখি হচ্ছে এবারের শিরোপা জেতার লড়াইয়ে। ২০০৭ টি-২০ বিশ্বকাপের পর এবারই প্রথম আইসিসির কোনো ইভেন্টের ফাইনালে লড়বে দুই দল। মহারণের আগে শনিবার সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ভালো পারফরমেন্স করতে হলে ফেসবুক-টুইটার প্রভৃতি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে চোখ সরিয়ে রাখা উচিত! সাম্প্রতিক সময়ে, বিশেষ করে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নানা কারণে সমালোচনা ও আক্রমণের শিকার হচ্ছেন ক্রিকেটাররা, যার ক্ষেত্র সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উদ্ভট উদযাপন করে সমর্থকদের আক্রোশে পরিণত হয়েছেন কোহলি নিজেই। ফলে স্বাভাবিকভাবেই তার উপর কাজ করছে অতিরিক্ত চাপ। তবে ক্রিকেটীয় ইতিহাস বলছে, চাপ সামলাতে পারলেই বড় ম্যাচে হেসেছেন অধিনায়ক।
সেক্ষেত্রে শক্তিমত্তার চেয়েও বেশি কাজ করে তাদের মানসিক পক্বতা। ম্যাচের আগে তাই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকছেন কোহলি। তিনি বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা। সত্যি বলতে, এটা হাস্যকর শোনালেও, এসব থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ- যেসব বিষয় প্রয়োজন সেসবে নজর দিতে, যেসব জিনিসে একজন খেলোয়াড়ের খেয়াল রাখা উচিত সেসবে মনোনিবেশ করতে। এসবে নিজেকে জড়িয়ে ফেললে সাধারণত আপনি যা করেন না তাতে বেশি সময় খরচ হয় এবং আপনাকে সবকিছু থেকে দূরে রাখে।’ কোহলি আরো বলেন, ‘আপনি যদি অনেক উপদেশ, সমালোচনা এসবে বিভ্রান্ত হোন, তাহলে আপনি খেলোয়াড় হিসেবে, দলকে নেতৃত্ব দিতে এবং অন্যদের সাহায্য করতে যেসব বিষয়ে মনোযোগ দেয়া উচিত, সেসবে মনোযোগ দিতে পারবেন না। হ্যাঁ, এটা সম্ভবত বড় একটা শিক্ষা। এই সাম্যাবস্থা বজায় রাখায় আমার ভালো হচ্ছে।’

No comments

Powered by Blogger.