নারীদের শৌচাগারে বিস্ফোরণে নিহত ৩

কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি শপিংমলের শৌচাগারে বিস্ফোরণে ৩ নারী নিহত হয়েছে। এ ঘটনায় অপর ১১ জন আহত হয়েছে। খবর আল জাজিরার। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এন্ডিনো শপিং সেন্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে দেশটির নিরাপত্তা বাহিনী। হামলা হওয়া এলাকাটি শহরের অন্যতম ব্যস্ত এলাকা।রোববার বিশ্ব বাবা দিবস উপলক্ষ্যে ওই শপিং সেন্টারটিতে ব্যাপক ভীড় ছিল। পুলিশ জানিয়েছে,শপিং সেন্টার তৃতীয় তলায় মহিলাদের একটি টয়লেটে বিস্ফোরক রাখা হয়। বোগোটার মেয়র এনরিক পেনালোছা বলেন,আমরা এই ভয়ঙ্কর কাপুরুষোচিত হামলায় খুবই দু:খিত এবং হাতাহতদের জন্য সমবেদনা জানাচ্ছি। আহত ১১ জনের মধ্যে  ফ্রান্সের ২৩ বছর বয়সী এক নারী রয়েছে। যিনি কলম্বিয়ার দরিদ্র এলাকায় সেবামূলক কাজ করছেন। হামলার পর নিরাপত্তা বাহিনী মার্কেটটি ঘেরাও করে ফেলে এবং দ্রুত জনসাধারণকে বের করে সেটি খালি করা হয়।মার্কেটের এক কর্মচারি বলেন, আমি কিছু ক্রেতার সাঙ্গে কথা বলছিলাম। এমন সময় হামলার কথা শুনতে চাই। এসয় নিরাপত্তা বাহিনীর লোকেরা আমাদের মার্কেট খালি করতে বলে। আমরা দ্রুত মার্কেট খালি করি।

No comments

Powered by Blogger.