চিলিতে ঝড়ে ৪ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

চিলিতে প্রবল বর্ষণ ও শক্তিশালী ঝড়ের আঘাতে চারজন মারা গেছেন। এতে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, পথঘাট পানিতে প্লাবিত হয়েছে ও কয়েক লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে। শনিবার দেশটির জাতীয় জরুরি অফিস জানিয়েছে, বৃহস্পতিবার চিলির মধ্য ও দক্ষিণের নয়টি অঞ্চলে প্রলয়ঙ্করী আবহাওয়া আঘাত হানে। সংস্থাটি আরো জানায়, ঝড়ে প্রায় তিন হাজার মানুষের বাড়ির ক্ষতি হয়েছে এবং দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। শনিবার রাজধানী সান্টিয়াগোর কোন কোন রাস্তা প্লাবিত ছিল। সেখানে ট্রাফিক বাতিগুলো বন্ধ ছিল। রাজধানীর কোন কোন এলাকায় বিদ্যুৎ ছিল না।

No comments

Powered by Blogger.