কয়লা থেকে নির্গত পারদ জীববৈচিত্র্য ঝুঁকিতে ফেলবে

রামপালে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে নির্গত পারদ জলে-স্থলে মিশে সুন্দরবনের জীববৈচিত্র্য ঝুঁকির মুখে ফেলবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক অধ্যাপক। চার্লস টি ড্রিসকল নামের এই অধ্যাপক নিউইয়র্কের সিরাকাস বিশ্ববিদ্যালয়ের ‘সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের শিক্ষক। এক গবেষণা প্রতিবেদনে তিনি এ সতর্ক বার্তা দিয়েছেন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদনটি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ্যা বিভাগের অধ্যাপক বদরুল ইমাম। ‘পারদের নিঃসরণ, বায়ুমণ্ডলে সঞ্চয়ন ও প্রতিবেশ দূষণ : সুন্দরবনের জীব ভৌগোলিক বলয়ে রামপাল থেকে নির্গত পারদের প্রভাব’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের অয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ব্ল–-প্ল্যানেট ইনিশিয়েটিভ এবং ডক্টরস ফর হেল অ্যান্ড এনভায়রনমেন্ট।

No comments

Powered by Blogger.