নারীদের শৌচকর্মের ছবি তোলার প্রতিবাদে প্রাণ হারালেন সমাজকর্মী

নারীদের শৌচকর্মের ছবি তোলার মতো ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করে প্রাণ হারিয়েছেন এক সমাজকর্মী। সম্প্রতি ভারতের রাজস্থানের উদয়পুরের প্রতাপগড় শহরে এ ঘটনা ঘটেছে। আর ন্যাক্কারজনক এ ঘটনার জন্ম দিয়েছেন খোদ প্রতাপগড়ের পৌরকর্মীরা। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এলাকার বাসিন্দারা জানান, প্রতাপগড় পৌরসভার কাছি বস্তির বাসিন্দাদের অনেক পরিবারে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। আর পৌরসভার পাবলিক টয়লেট ব্যবহারের অযোগ্য। যে কারণে অনেকেই খোলা জায়গায় টয়লেটের কাজটি সারেন। সম্প্রতি খোলা জায়গায় টয়লেট করার সময় নারীদের শৌচকর্মের ছবি তোলার চেষ্টা করেন পৌরকর্মীরা।
এ ঘটনায় পরে নারীদের তোপের মুখে পড়েন তারা। পরে এ ঘটনার সুরাহা করতে এসে পৌরকর্মীদের হামলা ও বেধড়ক পিটুনিতে প্রাণ হারান সমাজকর্মী জাফর আহমদ। জাফরের মৃত্যুর পরই উত্তাল হয়ে ওঠে কাছি বস্তি এলাকা। পৌরকর্মীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জাফরের ভাই নুর মহম্মদ পৌরকর্মীদের বিরুদ্ধে হত্যার বিষয়ে লিখিত অভিযোগ এনেছেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে পৌর কমিশনার এবং ছয় কর্মীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। তবে, প্রতাপগড় পৌর কর্তৃপক্ষ জাফরকে পিটিয়ে মারার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কথা কাটাকটির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাফর।

No comments

Powered by Blogger.