করাচিতে বোমা হামলা-জারদারির প্রধান নিরাপত্তা রক্ষীসহ নিহত ৩

পাকিস্তানের বোমা হামলায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির প্রধান নিরাপত্তা রক্ষী বিলাল শেখসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার করাচির জনবহুল নিউ টাউন এলাকায় ওই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান বাজওয়া জানান, হামলায় প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। উসমান বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, এটা আত্মঘাতী হামলা ছিল, হামলার লক্ষ্য ছিল বিলাল শেখের গাড়ি।
সরকারি কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে ছয়জন পুলিশ ছাড়াও কেন্দ্রীয় তদন্ত সংস্থার এক সদস্যও আছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিলাল শেখ সিন্ধু প্রদেশের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সক্রিয় কর্মী ছিলেন। করাচিতে প্রেসিডেন্টের বাসভবন বিলাওয়াল হাউসের এক মুখপাত্র বিলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জারদারি ছাড়াও পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর নিরাপত্তার দায়িত্বও ছিল বিলালের ওপর।
কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এর পেছনে পাকিস্তানি তালেবানের হাত থাকতে পারে। এর আগেও তারা পিপিপির সদস্যদের লক্ষ্য করে হামলা করেছে। সূত্র : ডন।

No comments

Powered by Blogger.