জন্মদিনে জাতিসংঘে মালালা

আগামীকাল শুক্রবার (১২ জুলাই) ১৬ বছরে পা দেবে মালালা ইউসুফজাই। নিজের ১৬তম এ জন্মদিন পালন করবে সে নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বিশ্বব্যাপী শিক্ষা প্রসারের পক্ষে বক্তব্য দিয়ে।
জাতিসংঘের সাধারণ সভায় মালালার বক্তব্য দেওয়ার সুযোগকে বিশেষ সম্মানের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের ওই সভায় ৮০টিরও বেশি দেশের প্রায় সাড়ে ৬০০ শিক্ষার্থী যোগ দেবে। একে 'ইয়ুথ অ্যাসেম্বলি' বলা হচ্ছে।
নারী শিক্ষার পক্ষে সোচ্চার পাকিস্তানি কিশোরী মালালা গত নভেম্বরে তালেবানের গুলিতে গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। বর্তমানে সেখানেই সে পড়ালেখা করছে। সূত্র : দ্য নেশন।

No comments

Powered by Blogger.