অ্যাসাঞ্জের স্বাস্থ্য নিয়ে প্রেসিডেন্ট কোরেয়ার উদ্বেগ

লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অবরুদ্ধ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। তিনি বলেন, দূতাবাসে দীর্ঘদিন অবরুদ্ধ অবস্থায় থাকার কারণে অ্যাসাঞ্জের স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে।
এর আগে লন্ডনে ইকুয়েডরের রাষ্ট্রদূত অ্যাসাঞ্জের ফুসফুসে জটিল সংক্রমণের বিষয়টি জানান। যেকোনো সময় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলেও রাষ্ট্রদূত সংবাদমাধ্যমকে জানান।
ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেন, পাঁচ মাস ধরে দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। দীর্ঘদিন সেখানে অবস্থান করলে তাঁর শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি হবে। ছোট ঘরে আবদ্ধ অবস্থায় থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অ্যাসাঞ্জকে নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে যুক্তরাষ্ট্র, সুইডেন এবং ইউরোপের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান তিনি। দি এক্সপ্রেস ট্রিবিউন।

No comments

Powered by Blogger.