পুলিশের মানবতা আলোড়ন তুলেছে অনলাইনে

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক কর্মকর্তা আলোচিত হচ্ছেন, প্রশংসিত হচ্ছেন। তবে এর কারণ আইন বিষয়ে তাঁর কোনো অবদান নয়, বরং তাঁর এই প্রাপ্তি মানবতার জন্য, মানুষ হয়ে মানুষের কষ্ট উপলব্ধির জন্য।
নভেম্বরের মাঝামাঝি প্রচণ্ড শীতের এক রাত। ল্যারি ডিপ্রিমো নামের এই পুলিশ কর্মকর্তা টাইমস স্কয়ারে বসে থাকা এক গৃহহীন মানুষের পাশে গিয়ে দাঁড়ান। ওই গৃহহীন ভিক্ষুকের হাতে তুলে দেন সব ঋতুতে পরা যায় এমন ঝকঝকে নতুন একজোড়া বুট। সঙ্গে একজোড়া থার্মাল মোজা। পাশ থেকে অগোচরে জুতা দেওয়ার এই মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন জেনিফার ফোস্টার নামের ১৭ বছরের এক তরুণী। ফোস্টার অ্যারিজোনা থেকে নিউ ইয়র্কে বেড়াতে এসেছিলেন। জানালেন, 'আমার ছবি তোলার বিষয়টি ডিপ্রিমো বুঝতে পারেননি।' ধারণ করা মুহূর্তটি তিনি সে রাতেই এনওয়াইপিডির ফেসবুক ওয়ালে পোস্ট করেন। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া আসতে শুরু করে। এরই মধ্যে পুলিশ কর্মকর্তার এই মানবিকতায় 'লাইক' দিয়েছেন চার লাখ ২০ হাজার মানুষ। 'শেয়ার' করেছেন প্রায় দেড় লাখ ফেসবুক ব্যবহারকারী।' সূত্র : হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.