গাংনীতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

মেহেরপুরের গাংনী উপজেলার আওয়ামী লীগের নেতা সাইদুর রহমান হত্যার প্রতিবাদে সেখানে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালকারীরা গাংনী উপজেলার বিভিন্ন সড়কে সকাল থেকে পিকেটিং করছেন। হরতালের কারণে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
বন্ধ রয়েছে দোকানপাটও।
আজ রোববারের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অপসারণ করা না হলে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গাংনী উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এদিকে সাইদুর রহমান হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল রাতে সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে গাংনী উপজেলার আওয়ামী লীগের নেতা সাইদুর রহমানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সাইদুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন।
ঘটনার প্রতিবাদে গত শুক্র ও শনিবার আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির কাছে গিয়ে সাইদুরকে ডাক দেয়। তিনি দোতলা থেকে নিচে নেমে দরজা খুলে দেন এবং নিজের ঘরে তাদের নিয়ে যান। এরপর গুলির শব্দ শুনে স্বজনেরা সাইদুরের ঘরে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

No comments

Powered by Blogger.