হাজি সাহেবদের জন্য কিছু পরামর্শ by ড. কেএম আবদুর রাজ্জাক

হজ এমন একটি ইবাদত যা জীবনে মাত্র একবারই ফরজ। তাই এর প্রস্তুতি হওয়া দরকার দীর্ঘদিনের। অধিকাংশ মানুষের আজীবনের সঞ্চিত অর্থের বিনিময়ে এর মহাআয়োজন। তাই এ আয়োজনে বা হজ কার্য সম্পাদনে বড় ধরনের ত্রুটি-বিচ্যুতি হলে আজীবনের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
দ্বিতীয়বার হজ করা অনেকের পক্ষে অসম্ভব। তাই এ মহাআয়োজনে যেন কোনো ত্রুটি-বিচ্যুতি মোটেই না হয় সে জন্য সংশিল্গষ্ট ব্যক্তিকে দৃষ্টি রাখতে হবে। সেহেতু সুদীর্ঘ সফরের আসন্ন হজ সফর যেন সুন্দর-সার্থকভাবে সুসম্পন্ন হয়, কোনো রকম অসুবিধা, বাধা-বিপত্তি সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখেই নিম্নে পেশ করা হলো হজ সফরের প্রস্তুতিতে উপকারে আসে এমন কিছু পরামর্শ।
্ল প্রথমে নিয়ত পরিশুদ্ধ করুন। আপনার হজ যেন লোক দেখানোর উদ্দেশ্য না হয়।
্ল হজ সংক্রান্ত মাসআলাহ মাসায়েল জেনে নিন।
্ল হক্কুল্লাহ বিনষ্টজনিত সকল গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করুন।
্ল হক্কুল ইবাদ নষ্ট হলে তা পরিশোধ করুন অথবা সংশিল্গষ্ট ব্যক্তির কাছ থেকে মাফ চেয়ে নিন। মেয়েকে ফাঁকি দিয়ে যদি কেউ ছেলেকে সম্পত্তি লিখে দিয়ে থাকেন এখনও সময় আছে তা যথাযথভাবে বণ্টন করুন। এ কাজ করে কোটিবার হজ করলেও এ অপরাধ ক্ষমা হবে না।
্ল সফর এক খণ্ড আজাব বলে একটি কথা আছে। তাই কষ্ট করার মানসিকতা পূর্ব থেকেই তৈরি করুন।
্ল যাঞ্চা করা থেকে বিরত থাকুন। কেউ কেউ হজ উপলক্ষে অন্যের কাছ থেকে কিছু প্রত্যাশা করে বা প্রত্যাশার বহিঃপ্রকাশ করে থাকেন। এটা খুবই নিন্দনীয়।
্ল উত্তম সফরসঙ্গী নির্বাচন করুন। কেননা উত্তম সফরসঙ্গী ইবাদত-বন্দেগির সহায়ক হয়ে থাকে।
্ল ঋণ পরিশোধ করুন, সকলের কাছ থেকে মাফ নেওয়ার উদ্দেশ্যে বিদায় নিন, নাম জাহিরের জন্য নয়।
্ল ভ্রমণের ১৫ দিন পূর্ব থেকে প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র সুটকেসে সাজিয়ে নিন। সুটকেস বা ব্যাগ অবশ্যই চাকাযুক্ত হতে হবে।
্ল অসিয়তনামা লিখে যাবেন ও পরিবারের লোকদের ইসলামী জীবনযাপন করার অসিয়ত করে যাবেন।
্ল নিজের জিনিস নিজেই কিনবেন। সম্ভব না হলে অন্তত আপনার সকল জিনিসপত্র ভালোভাবে চিনে নিয়ে নিজ হাতে ব্যাগভর্তি করুন।
্ল ব্যাগের ভেতর এক কপি ছবি ও ঠিকানা রাখুন। যাতে করে ব্যাগ হারিয়ে গেলেও পেতে অসুবিধা না হয়।
্ল ব্যাগের ওজন কোনোক্রমেই যেন আপনার বহন ক্ষমতার বাইরে না হয়। ওজন ১৫-১৭ কেজির মধ্যে সীমাবদ্ধ রাখুন।
্ল ব্যাগ বা সুটকেসে নিজ নাম, পাসপোর্ট নম্বরসহ ঠিকানা লিখুন এবং স্বতন্ত্র চিহ্ন রাখুন।
্ল আপনার হাতব্যাগে কিছু শুকনো খাবার, পেস্ট, ব্রাশ, গামছা, টিস্যু পেপার, ছোট সাবান, এক সেট কাপড়, লুঙ্গি এবং হজ সংক্রান্ত বই রাখুন। তবে তাতে কাঁচি, ছুরি ইত্যাদি রাখবেন না।
্ল ফ্লাইটের এক সপ্তাহ আগে থেকে খাবার গ্রহণের ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন।
্ল দামি জিনিসপত্র ও মহিলাদের জন্য অলঙ্কারাদি যত দূর সম্ভব কম নেওয়া উত্তম। কেননা অনেক সময় তা পেরেশানির কারণ হয়।
dr.k.m.razzak@gmail.com

No comments

Powered by Blogger.