আফগানিস্তানে যুদ্ধাভিযান শেষ করল ফ্রান্স

আফগানিস্তানে যুদ্ধের ভূমিকা থেকে সরে এসেছে ফ্রান্স। গতকাল মঙ্গলবার কাবুলের উত্তর-পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের নিজরাব জেলা থেকে সর্বশেষ ৪০০ যুদ্ধসেনা প্রত্যাহার করে নিয়েছে তারা। এর মধ্য দিয়ে আফগানিস্তানে যুদ্ধাভিযান শেষ করল তারা।
তবে প্রশিক্ষণকাজে সহায়তার জন্য প্রায় দেড় হাজার সেনা ২০১৩ সাল নাগাদ আফগানিস্তানে থেকে যাবে।
গতকাল সকাল ১০টার দিকে ফরাসি সেনারা নিজরাব ঘাঁটি ছেড়ে চলে যায়। এটিই ছিল কাবুলের বাইরে ফরাসি সেনাদের সর্বশেষ ঘাঁটি। পাকিস্তান থেকে কাবুল যাওয়ার পথে কাপিসা প্রদেশ খুবই গুরুত্বপূর্ণ এলাকা। গত ১১ বছরের আফগান যুদ্ধে ফ্রান্সের ৮৮ সেনা মারা গেছে। এদের মধ্যে ৬০ জনের মৃত্যু হয়েছে কাপিসায়। ফরাসি ও আফগান কমান্ডাররা দাবি করেছেন, কাপিসার পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল হয়েছে। চার হাজার ৭০০ আফগান পুলিশ ও সেনা বর্তমানে এলাকাটির নিয়ন্ত্রণে আছে।
২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব ন্যাটো সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তবে দুই বছর আগেই নিজেদের যুদ্ধসেনা প্রত্যাহার করে নিচ্ছে ফ্রান্স। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ২০১৩ সালে আফগানিস্তানে ফরাসি বাহিনীর যুদ্ধাভিযান শেষ করার ঘোষণা দিয়েছিলেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.