সংবর্ধনা-নোট বইয়ের পেছনে ছোটা যাবে না

কলেজে ভর্তি হওয়ার পর হঠাৎ করেই জীবনে এক ধরনের ‘স্বাধীনতা’ আসে। একই সময়ে আসে নানা প্রলোভন। স্বাধীনতার স্বাদ নিতে গিয়ে ভুলেও কোনো প্রলোভনে জড়ানো যাবে না। খারাপ চিন্তা ও বাজে অভ্যাস থেকে নিজেকে দূরে রাখার ব্যাপারে সচেতন থাকতে হবে—এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনেরা এসব কথা বলেছেন।


সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে গুণীজনেরা বলেন, নোট বইয়ের পেছনে ছোটা যাবে না। মুখস্থবিদ্যার ওপর নির্ভরতার পরিবর্তে বুঝে পড়তে হবে। কোচিং সেন্টারের পড়ার চিন্তা বাদ দিয়ে শ্রেণীকক্ষেই শিক্ষকের কাছ থেকে পড়া বোঝার চেষ্টা করতে হবে।
প্রথম আলোর আয়োজন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহযোগিতায় গতকাল শুক্রবার কুমিল্লা, ময়মনসিংহ ও পাবনা—এই তিন জেলার শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সার্বিক সহায়তা দেন।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন, এবিসি রেডিও ও প্রথম আলো ডটকম।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে কুমিল্লা মহানগর ও ১৬ উপজেলার ২৫৫টি বিদ্যালয়ের প্রায় এক হাজার ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দুই হাত উঁচিয়ে মাদক, মিথ্যা, মুখস্থ ও এসিড-সন্ত্রাসকে ‘না’ বলে। আলোচনা পর্বে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে সবাইকে।’ মেধাকে সততা ও নিষ্ঠার সঙ্গে ধরে রাখার আহ্বান জানান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ।
প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘আজকের মেধাবীরাই আগামী দিনে সমাজ বদলের মিছিলে অংশ নেবে।’ অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আবদুর রশীদ, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কুমিল্লা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক প্রমুখ।
অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা দেওয়া হয় কুমিল্লা জিলা স্কুলকে।
সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের শিল্পী সোনিয়া সাহা শান্তা, কনিকা কর্মকার, সুমন চক্রবর্তী, প্রিয়া দাস, গীতা রায়, নিজাম উদ্দিন, আশিক ও সুমন দাস সংগীত পরিবেশন করেন। সবশেষে ক্লোজআপ ওয়ান তারকা ইমরানের গান শিক্ষার্থীদের মাতিয়ে তোলে।
ময়মনসিংহ: নির্ধারিত সময়ের অনেক আগেই কৃতীদের পদচারণে মুখর হয়ে ওঠে ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তন। সকাল সাড়ে নয়টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে জেলার এক হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনায় অংশ নিয়ে কৃতীদের উদ্দেশে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক ইউনুস ফারুকী বলেন, ‘নিজেকে যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের ও জনগণের সেবায় নিয়োজিত রাখতে হবে।’
সব সময় সত্য ও স্পষ্টভাবে কথা বলার পরামর্শ দেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফরিদা ইয়াসমিন। মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু তাহের বলেন, ‘আমাদের অর্জনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’ দেশকে মায়ের মতো ভালোবাসার আহ্বান জানান প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক সাজেদ ফাতেমী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি মো. কামরুজ্জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক শামসুল হক, ময়মনসিংহ বন্ধুসভার সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন।
অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা দেওয়া হয় ময়মনসিংহ জিলা স্কুলকে।
সাংস্কৃতিক পর্বে অংশ নেন ইসরাত আরা, তমালিকা বর্মণ, এস আর খান অর্চি, মাহিউজ্জামান মিশু, সাজিয়া আরফিন রহমান, মালোবিকা পাল, ইফফাত আলম, রাইসা শোয়েব, আকাশ, মোশারফ হোসেন। এ ছাড়া গান গেয়ে শোনান সাজেদ ফাতেমী ও ক্লোজআপ ওয়ান তারকা পলাশ।
পাবনা: সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আবদুস সাত্তার মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। এতে জেলার প্রায় এক হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল গান, আবৃত্তি ও নৃত্য।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পাবনা জেলা প্রতিনিধি সরোয়ার উল্লাস। শিক্ষার্থীদের মাদক, মুখস্থ, যৌতুক, ইভ টিজিং ও বাল্যবিবাহকে ‘না’ বলার শপথ করান পাবনা বন্ধুসভার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান।
আলোচনা পর্বে পাবনা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুরুন্নবী বলেন, ‘যেখানেই অন্ধকার সেখানেই আলো ছড়াও।’ মুখস্থ বিদ্যা ও কোচিংনির্ভরতা পরিহারের পরামর্শ দেন শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ শিবজিদ নাগ।
প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন বলেন, ‘তোমাদের সামনে বহু প্রলোভন আসতে পারে। এসব প্রলোভনের বাইরে থেকে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’ অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মতিউর রহমান গাজ্জালী, পাবনা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আখতার জামান, এস এম ফরিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপক শামীম ফেরদৌস, বন্ধুসভার উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সরোয়ার জাহান, পাবনা বন্ধুসভার সভাপতি শামসুন্নাহার বর্ণা।
অনুষ্ঠানে পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমানের হাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পদক (ক্রেস্ট) তুলে দেওয়া হয় ।
সাংস্কৃতিক আয়োজনে গান গেয়ে শোনান ক্লোজআপ ওয়ান তারকা আতিক, কণ্ঠশিল্পী পথিক, চাঁদনী, কৃতী শিক্ষার্থী রাত্রি, মেধা, মৌসি, নিশি ও প্রীতম।

No comments

Powered by Blogger.