খাবার পানির জন্য মানুষ হানা দেবে টয়লেটেঃ বিলগেটস

আর বেশি দিন নেই যখন মানুষ টয়লেটেও হানা দেবে খাবার পানির সন্ধানে। এমনই ভবিষ্যতবানী করলেন বর্তমান বিশ্বের অন্যতম উদ্ভাবক বিলগেটস। কেননা বিল গেটস নতুন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যার মাধ্যমে টয়লেটের পানিকে পরিণত করা হবে খাবার পানিতে।
সম্প্রতি এ আবিষ্কার সম্পর্কে ম্যানচেষ্টার ইউনিভার্সিটির ন্যানোটেকনোলজির ( দূষিত বস্তুকে ব্যবহার উপযোগীকরণ) বিশেষজ্ঞ সারাহ হেগ বলেন, “বিল গেটসের এ প্রযুক্তির মাধ্যমে টয়লেট থেকে প্রাপ্ত বর্জ্যমিশ্রিত পানি খাবার উপযোগী করে তুলা হবে।”
হেগ মনে করেন, এ নতুন ধরণের আবিষ্কার মানুষের বর্জ্য থেকে শক্তি উৎপাদনেও ব্যবহার করা যাবে।

বিলগেটসের অর্থায়নে আবিষ্কৃত এ প্রযুক্তির মাধ্যমে তৃতীয় বিশ্বের হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

বিলগেটস মনে করেন, “এ প্রক্রিয়ায় প্রাপ্ত পানি হয়তো বোতলের মিনারেল পানির মতো হবে না, তবে এর মাধ্যমে যে সব অঞ্চলে পানির সংকট সেসব অঞ্চলে জীবন বাঁচানো উপকরণ হিসেবে ব্যবহার করা যাবে।”

তিনি বলেন, “ মানুষ হয়তো বিষয়টি নিয়ে জোক‘স করতে পারে তবে আমি মনে করি, এটি আমাদের ভবিষ্যতের জন্য অত্যাবশ্যকীয়।”

এছাড়াও গবেষনায় মানুষের বর্জ্যের মধ্যে রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার উপযোগী গ্যাস পাওয়া গেছে বলেও উল্লেখ করেন বিল গেটস। সুত্র: ডেইলি মেইল

No comments

Powered by Blogger.