সচেতন হওয়ার এখনই সময়-শীত আসছে

কদিন আগেই এসেছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। কদিন পর সিরিজ খেলতে আসছে পাকিস্তান। কিন্তু এসবের কোনোটাই আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো, শীত আসছে। অন্য যে কারও আগমন ঠেকিয়ে রাখা সম্ভব। কিন্তু শীতকে কোনোভাবেই ঠেকিয়ে রাখা যাবে না। আজ হোক কাল হোক, শীত আসবেই।


উত্তরবঙ্গের অনেক এলাকায় অলরেডি শীত এসে গেছে। শীতের আগমন উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিয়েছে। কম্বল, লেপ, চাদর, সোয়েটারের দোকানে লক্ষ করা যাচ্ছে মানুষের ভিড়। মানুষের ত্বকের সুরক্ষার জন্য রয়েছে নানা ধরনের প্রসাধনী। বিপণিবিতানগুলো শীতের কথা ভেবে আনছে নতুন পোশাক। কিন্তু মানুষের কথা ভাবলেও সমাজে ছড়িয়ে থাকা পশুপাখিদের কথা কেউ ভাবছে না। ভাবটা এমন যে শুধু মানুষেরই শীত লাগে, পশুপাখিদের লাগে না। অথচ এই পশুপাখিই মানুষের বন্ধু। প্রবাদ আছে, জীবে দয়া করে যে জন, সেই জন সেবিছে ইশ্বর! কিন্তু মানুষ এই প্রবাদ ভুলে গিয়ে নিজেদের আরাম-আয়েশ নিয়ে মেতে আছে। উন্নত দেশগুলোতে পশুপাখিদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। শীতকালে মানুষ নিজেদের সঙ্গে সঙ্গে তাদের পোষা কুকুর, বেড়াল, ঘোড়ার জন্যও গরম পোশাকের ব্যবস্থা করে। শুধু পোশাক পরিয়েই তারা ক্ষান্ত হয় না। পশুদের পোশাক নিয়ে ফ্যাশন শোরও আয়োজন করা হয়। কিন্তু আমাদের দেশে তার কিছুই হয় না। সবকিছুতে উন্নত দেশগুলোর অন্ধ অনুকরণ করলেও এই দিকটাতে আমরা আলোকপাত করি না বললেই চলে। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। এমনিতেই পশুপাখি সব ধমাধম বিলুপ্ত হয়ে যাচ্ছে। চিড়িয়াখানায় পাইকারি হারে মারা যাচ্ছে পশু। তার ওপর শীতের আক্রমণে যদি তারা কাবু হয় তাহলে তো মানুষরূপী পশু ছাড়া দেশে কোনো পশুই থাকবে না। তাই কর্তৃপক্ষকে অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। গৃহপালিত পশুপাখির পাশাপাশি চিড়িয়াখানার বিদেশি পশুপাখিও যেন শীতে কষ্ট না পায় সে জন্য রুম হিটারের ব্যবস্থা করা এবং তারা যেন ঠান্ডাজনিত রোগে না ভোগে সে জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রাখা এখন সময়ের দাবি। কর্তৃপক্ষের পাশাপাশি এগিয়ে আসতে হবে প্রসাধনী প্রতিষ্ঠানগুলোকেও। পশুপাখির জন্য বিশেষ কোল্ডক্রিম বা পেট্রোলিয়াম জেলি বাজারজাত করে শীতের আক্রমণ থেকে পশুসমাজকে বাঁচাতে পারে তারাও। প্রয়োজনে সরকারি পৃষ্ঠপোষকতার ব্যবস্থাও করতে হবে। সময় বেশি নেই। পশুসমাজকে শীত থেকে বাঁচাতে সচেতন হতে হবে এখনই।

No comments

Powered by Blogger.