বিশ্ব ক্যানসার দিবস পালিত-ক্যানসার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

ক্যানসার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানোর মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ক্যানসার দিবস পালন করেছে বিভিন্ন বেসরকারি সংগঠন। দিবসটি উপলক্ষে আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল ধানমন্ডির মিশন ভবন মিলনায়তনে সেমিনারের আয়োজন করে।


সেমিনারের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের নাগালে আনতে হলে সরকারি-বেসরকারি সংগঠনকে একযোগে কাজ করতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। তিনি ক্যানসার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক দীনা হক উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও ক্যানসার বিভাগ শাহবাগে বিশ্ববিদ্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে আয়োজক বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, আক্রান্ত শিশুদের অভিভাবকেরা অংশ নেন।
দিবসটিকে একটু ভিন্নভাবে পালন করে বেসরকারি সংস্থা এমিনেন্স। এমিনেন্সের কর্মীরা ক্যানসারের রং ‘হলুদ’ কাপড় দিয়ে পুরো শরীর মুড়ে রাখেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে এই কর্মীরা অন্যদের সচেতন করার জন্য সবার উদ্দেশে বলেন, ‘এইভাবে ক্যানসার ঘিরে ধরছে আমাদের। রুখে দিন ক্যানসার এখনই।’ এই সংগঠন বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ক্যানসারে আক্রান্তদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে।
সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ দিবসটি উপলক্ষে জাতীয় জাদুঘরে কর্মরতদের জন্য ক্যানসার বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় মূল বক্তব্য পড়ে শোনান জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের প্রধান হাবিবুল্লাহ তালুকদার।
এ কে খান হেলথ কেয়ার ট্রাস্ট দিবস উপলক্ষে ট্রাস্টের আওতায় পরিচালিত আউট রিচ প্রোগ্রামের ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম পরিদর্শনের ব্যবস্থা করে।
এবার ক্যানসার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টুগেদার ইট ইজ পসিবল’।

No comments

Powered by Blogger.