১৮তম সংশোধনী বিলে আজ স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজ সোমবার দেশটির সংবিধান সংস্কারবিষয়ক ১৮তম সংশোধনী বিলে স্বাক্ষর করবেন। প্রেসিডেন্টের স্বাক্ষর হলেই এটি সংবিধানের অংশে পরিণত হবে।
প্রেসিডেন্ট জারদারি গতকাল পাকিস্তান মুসলিম লীগের নেতা (পিএমএল-কিউ) নওয়াজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি ১৮তম সংশোধনী বিলে স্বাক্ষর উপলক্ষে প্রেসিডেন্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানান।
প্রেসিডেন্ট হাউস সূত্রে জানা গেছে, নওয়াজ শরিফ ওই অনুষ্ঠানে যোগ দিতে রাজি হয়েছেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংবিধান সংস্কারবিষয়ক সংসদীয় কমিটির প্রধান ও সিনেটর রাজা রাব্বানি, বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী ও গভর্নররা যোগ দেবেন।
এর আগে বিলটি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর উচ্চকক্ষ সিনেট তা অনুমোদন করে।

No comments

Powered by Blogger.