উত্তর সাইপ্রাসে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

উত্তর সাইপ্রাসে প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়েছে। স্থানীয় সময় ভোর পাঁচটায় ভোট গ্রহণ শুরু হয়ে তা বেলা তিনটায় শেষ হয়।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট মেহমেত তালাত আলী এবং জাতীয়তাবাদী তুর্কি সাইপ্রিয়টদের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী দারভিস ইরোগলু। জনমত জরিপে ইরোগলু এগিয়ে ছিলেন। বিজয়ী প্রার্থীকে শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে হবে।
ভূমধ্যসাগরীয় এ দ্বীপটি তুর্কি-অধ্যুষিত উত্তর সাইপ্রাস ও গ্রিক-অধ্যুষিত দক্ষিণ সাইপ্রাস নামে দুটি সার্বভৌম রাষ্ট্রে বিভক্ত।
বিশ্লেষকেরা মনে করেন, এ নির্বাচনের ফল উত্তর ও দক্ষিণের পুনরেকত্রীকরণ ও তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার প্রচেষ্টার ওপর প্রভাব ফেলবে।
প্রেসিডেন্ট মেহমেত তালাত আলী ও গ্রিক সাইপ্রিয়ট নেতা দিমিত্রিস ক্রিস্টোফিয়াস ২০০৮ সালে শান্তি আলোচনা শুরু করেন। তাঁদের লক্ষ্য ছিল দুই সাইপ্রাসের একটি কনফেডারেশন গঠন। কিন্তু মেহমেত তালাত আলী এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন উত্তর সাইপ্রাসের বেশির ভাগ নাগরিক।
এদিকে দারভিস ইরোগলু আলাদা জাতিতত্ত্বের সমর্থক। তিনি গ্রিক ও তুর্কি সাইপ্রিয়টদের আলাদা সার্বভৌম রাষ্ট্রে বিশ্বাসী।

No comments

Powered by Blogger.