ওবামাকে ‘বানর’ বলেছেন অস্ট্রেলীয় শিক্ষার্থী

অস্ট্রেলিয়ার একজন শিক্ষার্থী ও একটি রাজনৈতিক দলের সদস্য সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট টুইটারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘বানর’ বলে অভিহিত করেছেন। তাঁর এই মন্তব্যে বর্ণবাদ-বিতর্ক সৃষ্টি হয়েছে এবং দল থেকে ওই ছাত্রের বহিষ্কার দাবি করা হয়েছে।
কুইন্সল্যান্ড ইয়াং লিবারেল ন্যাশনাল পার্টির সদস্য ও ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের চিকিৎসাবিজ্ঞানের ছাত্র নিক সোডেন গত শুক্রবার রাতে টুইটারে একটি বার্তায় ওবামা সম্পর্কে ওই মন্তব্য লেখেন। ওই সময় ওবামা অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসির কেরি ও’ব্রায়ানকে সাক্ষাৎকার দিচ্ছিলেন।
টুইটারের ওই বার্তায় লেখা হয়েছে, ‘আমি নিশ্চিত নই কেন তারা কেরিকে যুক্তরাষ্ট্রে যাওয়ার খরচ দিলেন। যদি একটি বানরের সাক্ষাৎকার দরকার ছিল, তাহলে তারোঙ্গায় (অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানা) গেলেই হতো।’
পরে অবশ্য সোডেন স্থানীয় একটি বেতারকেন্দ্রে প্রচারিত অনুষ্ঠানে আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, বন্ধুর সঙ্গে কৌতুক করে তিনি ওই মন্তব্য করেছিলেন।

No comments

Powered by Blogger.