পরমাণু শক্তিকেন্দ্র স্থাপন করবে সৌদি আরব

পরমাণু ও বিকল্প জ্বালানি প্রযুক্তির জন্য একটি কেন্দ্র গঠনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব। গত শনিবার এ ঘোষণা দেওয়া হয়।
সরকারি বার্তা সংস্থা এসপিএ-তে প্রচারিত এক ঘোষণায় বলা হয়, সাবেক বাণিজ্যমন্ত্রী হাশেম বিন আবদুল্লাহ ইয়ামানিকে ‘কিং আবদুল্লাহ সিটি ফর নিউক্লিয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জিস’-এর প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি রিয়াদে স্থাপন করা হবে।
সরকারি ঘোষণায় বলা হয়, দেশের শক্তি উৎপাদন বহুমুখী করার লক্ষ্যে পরমাণু ও বিকল্প জ্বালানির ওপর গবেষণা ও প্রকল্প গ্রহণ করবে এই কেন্দ্র।
তেলের ওপর নির্ভরতা কমাতে ইতিমধ্যেই সৌরবিদ্যুতের মতো বিকল্প জ্বালানি নিয়ে পরীক্ষা শুরু করেছে সৌদি আরব।
ঘোষণায় বলা হয়, নতুন এই কেন্দ্র পরমাণু জ্বালানির উন্নয়ন-সম্পর্কিত জাতীয় নীতির খসড়া প্রণয়ন করবে। এ ছাড়া পরমাণু জ্বালানির বাণিজ্যিক ব্যবহার তদারক ও সব ধরনের তেজস্ক্রিয় পদার্থের ব্যবস্থাপনাও করবে কেন্দ্রটি।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব কিছুটা সতর্কতার সঙ্গেই পরমাণু শক্তি অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।

No comments

Powered by Blogger.