বিয়ের দাবিতে অনশনের হুমকি

পেরুতে কারাবন্দী মাওবাদী বিদ্রোহী সংগঠন ‘শাইনিং পাথ’-এর শীর্ষ নেতা ও তাঁর প্রেমিকা বিয়ের জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছেন। তাঁরা বলেছেন, সরকার শিগগিরই বিয়ের অনুমতি না দিলে তাঁরা অনশন করবেন। শাইনিং পাথের নেতা আবিমায়েল গুজমান ও তাঁর বান্ধবী এলিনা ইয়াপারাগুয়ার দুজনই বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
আবিমায়েল ও এলিনার আইনজীবী আলফ্রেডো ক্রেসপো জানান, তাঁর মক্কেলেরা কয়েক বছর ধরে বিয়ের অনুমতি চেয়ে আসছেন। আগামীকাল সোমবারের মধ্যে সরকারের তরফ থেকে বিয়ের অনুমতি না এলে মঙ্গলবার থেকে আবিমায়েল ও এলিনা অনশন শুরু করবেন। পেরুর আইন অনুযায়ী বন্দীরা বিয়ে করতে পারেন। এমনকি তাঁরা বছরে বেশ কয়েকবার বেড়াতেও যেতে পারেন।
১৯৮০ এর দশকে শাইনিং পাথ সরকারবিরোধী সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়। একপর্যায়ে তা গৃহযুদ্ধে রূপ নেয়। এতে অন্তত ৭০ হাজার লোক প্রাণ হারায়। শাইনিং পাথের প্রতিষ্ঠাতা আবিমায়েল ১৯৯২ সালে গ্রেপ্তার হন। তাঁর গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে শাইনিং পাথের সশস্ত্র আন্দোলনও শেষ হয়।

No comments

Powered by Blogger.