সুযোগ কাজে লাগালেন এনামুল

প্রথম একাদশে খেলার সুযোগ পেয়ে সেটি কাজে লাগালেন...। কথাটা তরুণ কোনো ফুটবলারের বেলায় যেমন মানানসই জাতীয় দলের স্ট্রাইকার এনামুল হকের সঙ্গে ঠিক সেভাবে যায় না। তার পরও সম্প্রতি এনামুলকে যেভাবে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে অথবা বদলি হিসেবে খেলাচ্ছে আবাহনী, তাতে কাল আরামবাগের বিপক্ষে দলের ৩-০ জয়ে দুই গোল করে একাদশে খেলার সুযোগটা ভালোই কাজে লাগালেন তিনি।
ঘানাইয়ান স্ট্রাইকার শেরিফ দ্বীন মোহাম্মদ আহত। তাঁর জায়গায় ইব্রাহিমের সঙ্গে জুটি বেঁধেছেন এনামুল। জুটিটা বেশ কার্যকর দেখাল কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তাই শেরিফের না থাকাটা চিন্তার কোনো কারণই হতে পারেনি আবাহনীর জন্য।
এমনিতেই আরামবাগের যা দুরবস্থা, তাতে এখন আর বড় দলকে ধরে দেওয়ার চিন্তাও তারা করে না। আরামবাগ মাঠেই এসেছে হার ধরে নিয়ে। শেখ রাসেলের কাছে ১-৬ আর মোহামেডানের কাছে ০-৭ গোলে হেরে যাওয়া দলের কোনো মানসিক দৃঢ়তা থাকে না। এর ব্যতিক্রম কিছু তারা করেও দেখাতে পারেনি।
৩-০ হওয়ার পর আরামবাগ খেলল ১০ জন নিয়ে। আবাহনীর শাহেদকে ফাউল করে লাল কার্ড দেখেছেন আরামবাগের বদলি খেলোয়াড় নুরুল ইসলাম।
৩২ মিনিটে এনামুলের ঠেলে দেওয়া বল ইব্রাহিম গোলরক্ষকের পাশ দিয়ে দারুণ দক্ষতায় জালে ঠেলে প্রথম গোল এনে দেন আবাহনীকে। ৫১ মিনিটে প্রাণতোষের পাস থেকে ২-০ করেন এনামুল। এ গোলটিও অনেকটা ইব্রাহিমের গোলটির মতো। আবাহনীর তৃতীয় গোল এসেছে পেনাল্টি থেকে। ইব্রাহিমের চূড়ান্ত পাস থেকে যখন গোল করতে যাচ্ছেন এনামুল, তখনই বক্সে তাঁকে ফাউল করা হলে পাওয়া পেনাল্টি কাজে লাগান এনামুলই (৩-০)।
ক্লাবে ফিরে ফোনে এনামুল বলছিলেন, ‘নিয়মিত সুযোগ পেলে গোল আরও পেতাম।’ নিয়মিত সুযোগটাই এখন তাঁর জন্য হতাশার ব্যাপার। এখন পর্যন্ত গোল ১০টি। তবে গোলের চেয়ে ‘পজিশন’টাই এখন তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। দলের প্রয়োজনে কখনো মাঝমাঠে খেলতে হচ্ছে—এনামুলের কাছে যেটিই হতাশার বড় কারণ।
তবে আবাহনী বেশ উত্ফুল্ল। ১৭ ম্যাচে ১৬তম জয়ে তাদের পয়েন্ট ৪৯। ১৬ ম্যাচে মোহামেডানের ৪২, শেখ রাসেলের ৩৯। ১৭ ম্যাচে আরামবাগের পয়েন্ট ১৫। তালিকার দশম স্থানে এক সময়ের ‘জায়ান্ট কিলার’রা!
ইংল্যান্ড থেকে ফিরে আরামবাগ অধিনায়ক আলফাজ দুই ম্যাচ পর কাল খেললেন। তাঁকে খেলানো হলো মাঝমাঠে। ওই যে, গোল ঠেকাতে হবে! তাই গোলের চিন্তা বাদ দিয়ে বেশির ভাগ সময়ই আলফাজকে ব্যস্ত থাকতে দেখা গেল রক্ষণেই।
ক্লাবের অনুমতি ছাড়া ইংল্যান্ডে প্রদর্শনী ম্যাচ খেলতে গেছেন দাবি করেছিল আরামবাগ। কাল ম্যাচের পর জাতীয় দলের সাবেক স্ট্রাইকার বললেন, ‘ফোনে জেনারেল সেক্রেটারিকে পাইনি। তা ছাড়া কাউকে না-কাউকে তো বলে গেছি।

No comments

Powered by Blogger.