থাকসিন সমর্থকদের আকস্মিক আত্মসমর্পণের ঘোষণা

থাইল্যান্ডের লাল শার্ট বিক্ষোভে নেতৃত্ব দেওয়া নেতারা আগামী ১৫ মে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে আকস্মিকভাবে ঘোষণা দিয়েছেন। তবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। বিক্ষোভকারীদের এক নেতা গতকাল শনিবার এ কথা জানিয়েছেন।
আরেক দফা জোরপূর্বক গ্রেপ্তারের ঘটনা এড়াতেই তাঁরা এ পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন ওই নেতা।
বিক্ষোভকারীরা বলেছেন, রাজধানীর নিরাপত্তার দায়িত্ব সেনাপ্রধানের হাতে অর্পণ করায় তাঁরা ধারণা করছেন, শিগগিরই সেনাবাহিনী তাঁদের বিক্ষোভস্থল থেকে উচ্ছেদে আরেক দফা চেষ্টা চালাবে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিনপন্থী লাল শার্টের নেতা নাত্তায়ুত সাইকুয়ার বলেন, ‘আগামী ১৫ মে আমাদের ২৪ জন নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। তবে আন্দোলন চলবে। বিক্ষোভকারীরা ব্যাংকক ত্যাগ করবেন না।’ তাঁরা জামিনের চেষ্টা করবেন বলেও জানান সাইকুয়ার।
তিনি বলেন, ‘আমাদের ২৪ নেতাই বিক্ষোভে অংশ নেওয়া অব্যাহত রাখবেন। নেতারা কোথাও পালিয়ে যাচ্ছেন না, এটা প্রমাণ করতেই তাঁরা বিক্ষোভে অংশ নেবেন।’
সেনাপ্রধান অনুপং পাওজিন্দারের ক্ষমতা বাড়িয়ে গত শুক্রবার তাঁকে রাজধানীর নিরাপত্তাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা। সেনাবাহিনী বলেছে, লাল শার্ট পরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জোরদার উদ্যোগ নেওয়া হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাজধানী ব্যাংককের যে হোটেলে লাল শার্ট পরা নেতারা অবস্থান করছিলেন, গত শুক্রবার নিরাপত্তা বাহিনী সেখানে গ্রেপ্তার অভিযান চালায়। নেতারা নাটকীয়ভাবে গ্রেপ্তার এড়ান। হোটেল ঘেরাওয়ের আগেই তাঁরা পালিয়ে যান। চলতি মাসের শুরুর দিকে পার্লামেন্টে ভাঙচুর করার অভিযোগে সব লাল শার্ট পরা নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
থাকসিন সিনাওয়াত্রাকে ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। তাঁর সমর্থক লাল শার্ট পরা বিক্ষোভকারীরা প্রায় এক মাস ধরে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার পদত্যাগ ও নতুন নির্বাচন ঘোষণার দাবিতে বিক্ষোভ করে আসছেন। এঁরা মূলত দরিদ্র গ্রামবাসী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল ব্যাংককে বিরূপ আবহাওয়ার মধ্যেও অন্তত সাত হাজার লাল শার্টধারী বিক্ষোভ করেছে।

No comments

Powered by Blogger.