আফগানিস্তানে নির্বাচন কমিশন প্রধান নিয়োগ

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সে দেশের নির্বাচন কমিশনের (আইইসি) প্রধান হিসেবে ফজল আহমেদ মানাবিকে নিয়োগ করেছেন। একই সঙ্গে তিনি নির্বাচনী অভিযোগসংক্রান্ত পাঁচ সদস্যবিশিষ্ট ইলেকশন কমপ্লায়েন্টস কমিটিরও (ইসিসি) অনুমোদন দিয়েছেন।
প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্র ওয়াহিন ওমর গতকাল শনিবার জানান, পার্লামেন্টের উভয় কক্ষের পরামর্শক্রমে মানাবিকে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানান, নবগঠিত ইসিসি সদস্যদের মধ্যে তিনজন আফগান। বাকি দুজনের একজন ইরাকের মুস্তাফা শাফায়াত ও অপরজন হলেন দক্ষিণ আফ্রিকার জোহান ক্রেইগলার।
গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশনের প্রধান আজিজুল্লাহ লুদিন ও তাঁর সহকারী দাউদ আলী নজাফি ৭ এপ্রিল পদত্যাগ করেন।

No comments

Powered by Blogger.