বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বনাম সবচেয়ে কুখ্যাত

ইতিহাসের সবচেয়ে ঘৃণিত বা কুখ্যাত ব্যক্তিত্বের তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। অ্যাডল্ফ হিটলার, ওসামা বিন লাদেন ও সাদ্দাম হোসেনের পরের অবস্থানটি বুশের। এক্ষেত্রে তিনি পরাজিত করেছেন জোসেফ স্ট্যালিনকে। এরপর রয়েছেন মাও, লেনিন, চেঙ্গিস খান, সালাদিন এবং কিন শি হুয়াং। এ খবর দিয়েছে অনলাইন মেইল। নিরলস পরিশ্রম, মানবতা, শান্তির অমীয় বাণী ও বীরত্বপূর্ণ অবদানের মাধ্যমে বিশ্বকে যারা আমূল বদলে দিয়েছেন, বিখ্যাত ব্যক্তিত্বদের এমন একটি তালিকার শীর্ষ ১০-এ রয়েছেন- অ্যালবার্ট আইনস্টাইন, মাদার তেরেসা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, আইজ্যাক নিউটন, যিশু খৃষ্ট, নেলসন ম্যান্ডেলা, টমাস আলভা এডিসন, আব্রাহাম লিঙ্কন ও গৌতম বুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইতালি, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, পাকিস্তানসহ ৩৭টি দেশের প্রায় ৭,০০০ শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে এ তালিকাটি তৈরী করা হয়েছে। বিশ্বের ইতিহাসের বিখ্যাত ও কুখ্যাত ৪০ ব্যক্তিত্ব ও গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ব্যাপারে শিক্ষার্থীদের মতামত জানতে চাওয়া হয়। জরিপে অংশ নেয়া শিক্ষার্থীদের গড় বয়স ২৩ বছর। সেখানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসকদের পাশেই অবস্থান হয়েছে জর্জ বুশের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ থেকে ৭ নম্বরের মধ্যে ইতিবাচক ও নেতিবাচক ব্যক্তিত্ব ও ঘটনাবলিসমূহকে মূল্যায়ন করেন। চারটি গ্রুপে বিভক্ত শিক্ষার্থীদের সবাই জর্জ বুশকে অপছন্দের তালিকায় স্থান দিয়েছেন। অথচ, বিশ্ব ইতিহাসের বিখ্যাত ও কুখ্যাত অন্য ব্যক্তিত্বদের ক্ষেত্রে গ্রুপগুলোর মতপার্থক্য ছিল। বিশ্বের একটি অংশে হয়তো কেউ অত্যন্ত জনপ্রিয় হয়েছেন, তো আরেকটি অংশে অত্যন্ত নিন্দিত। তবে জর্জ বুশই একমাত্র ব্যক্তিত্ব যিনি সবার অপছন্দের পাত্র।

No comments

Powered by Blogger.