সংসদ কতোটা কার্যকর, জানতে চেয়েছে ইইউ

আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। আজ বিকালে দুই দলের নেতাদের সঙ্গে প্রতিনিধি দলের পৃথক বৈঠক হয়। আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন, বৈঠকে বর্তমান সংসদের কার্যকারিতা ও বিরোধী দলের অবস্থানের বিষয়ে জানতে চেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। আওয়ামী লীগের পক্ষ থেকে অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। আওয়ামী লীগের বক্তব্যে প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন বলেও দাবি করেন হানিফ। সোমবার বিকাল সাড়ে চারটার পর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত চলে। বৈঠক শেষে হানিফ উপস্থিত সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সংসদের কার্যকারিত সম্পর্কে জানতে চেয়েছে ইইউ। আওয়ামী লীগ সংসদে সরকার ও বিরোধী দলের অবস্থান ব্যাখ্যা করেছে।  বৈঠকে মধ্যবর্তী নির্বাচনে নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কোন আলোচনা হয়নি। প্রতিনিধি দলের আগ্রহ ছিল পোশাক খাত ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে। বৈঠকে হানিফ ছাড়াও দলের অপর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ। ইইউ‘র চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইইউ সংসদীয় প্রতিনিধি দলের সদস্য  জেন ল্যাম্বার্ট।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটির সঙ্গে বিএনপি নেতারাও বৈঠক করেন। বেলা আড়াইটা থেকে ঘণ্টাব্যাপী বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.