‘যে কোন মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়বে সরকার’ -মির্জা ফখরুল

ভোটারবিহীন অবৈধ সরকারের সিংহাসন যে কোন মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম  আলমগীর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা আলমগীর বলেন, ভোটারবিহীন সরকারের নির্মম দেশ শাসনে অতিষ্ঠ দেশবাসী। তাদের বিষাক্ত ছোবলে মরণবেদনায় কাতরাচ্ছে। অবৈধ সরকার তাদের জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, নির্যাতন, হত্যা-গুমের রক্তাক্ত পথে ক্ষমতাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। নিষ্ঠুর নিপীড়ণের একদলীয় দুঃশাসনের পরিণতি থেকে আওয়ামী লীগ কখনও শিক্ষা নেয়নি। তিনি বলেন, অবৈধ সরকার ক্ষমতা হারানোর আতঙ্ক থেকেই ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জন নেতাকে গ্রেপ্তার করেছে। কারণ গণভিত্তিহীন অবৈধ ক্ষমতার সিংহাসন যে কোন মুহূর্তে হুড়মুড় করে ভূমিতলে পতিত হবে। জনগণের আন্দোলনের জোয়ারে এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত হবে। অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তারকৃত ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এদিকে যুবদল কেন্দ্র্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের গুলশানের বাসায় পুলিশি তল্লাশির নামে আসবাবপত্র তছনছ এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণের নিন্দা জানিয়েছেন মির্জা আলমগীর।

No comments

Powered by Blogger.